Dr Navdeep Singh Dies by Suicide: আরজি কর-কাণ্ডে উত্তাল বাংলা, তার মাঝেই দিল্লিতে NEET 'টপার' চিকিৎসকের আত্মহত্যায় চাঞ্চল্য
পাঞ্জাবের একটি কলেজের অধ্যাপনা করেন নভদীপের বাবা। অন্যদিকে তাঁর ছোটভাইও ডাক্তারি পড়ুয়া। ভাইয়ের মতই নভদীপও চণ্ডীগড় থেকে ডাক্তারি পড়াশোনা শেষ করে দিল্লিতে যান পোস্ট গ্র্যাজুয়েট করতে। পড়াশোনার মাঝে আচমকাই NEET সেরা নভদীপের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
দিল্লি, ১৬ সেপ্টেম্বর: আরজি করে (RG Kar Hospital) তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুন-কাণ্ডে উত্তাল পশ্চিমবঙ্গ (Kolkata Doctor Death)। চিকিৎসকের ধর্ষণ, খুন-কাণ্ডে যখন উত্তাল বাংলা, সেই সময় আরও এক ডাক্তারের মৃত্যুর খবর মিলল দিল্লি থেকে। মৃতের নাম নভদীপ সিং (Navdeep Singh)। রিপোর্টে প্রকাশ, ২৫ বছরের নভদীপ সিং দিল্লির (Delhi) মৌলনা আজাদ মেডিকেল কলেজে রেডিওলজি বিভাগে পোস্ট গ্র্যাজুয়েট করছিলেন। হঠাৎ করেই রবিবার দিল্লির পারসি আঞ্জুমানের ঘর থেকে (যেখানে নভদীপ থাকতেন) NEET টপার নভদীপের মৃতদেহ উদ্ধার করা হয়। জানা যায়, আত্মহত্যা করেছেন নভদীপ। কী কারণে ওই চিকিৎসক আত্মহত্যা করেন, সে বিষয়ে এখনও কোনও খবর প্রকাশ্যে আসেনি। এ বিষয়ে নভদীপের পরিবারের কাছেও কোনও খবর নেই। ফলে নভদীপের আত্মহত্যার খবরে কার্যত চমকে উঠেছে মৃত চিকিৎসকের গোটা পরিবার।
NEET সেরা নভদীপ সিংয়র মৃতদেহ উদ্ধার দিল্লির বাড়ি থেকে...
পাঞ্জাবের (pUNJAB) একটি কলেজের অধ্যাপনা করেন নভদীপের বাবা। অন্যদিকে তাঁর ছোটভাইও ডাক্তারি পড়ুয়া। ভাইয়ের মতই নভদীপও চণ্ডীগড় থেকে ডাক্তারি পড়াশোনা শেষ করে দিল্লিতে যান পোস্ট গ্র্যাজুয়েট করতে। পড়াশোনার মাঝে আচমকাই NEET সেরা নভদীপের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা যাচ্ছে, রবিবার সকালে নভদীপের ঘর ভিতর থেকে বন্ধ ছিল। বেলা গড়াতেই নিরাপত্তা রক্ষী তাঁকে ডাকতে শুরু করেন। কোনও সাড়াশব্দ না পেয়ে, শেষ দরজা ভাঙা হয়। বন্ধ ঘরের মাঝেই উদ্ধার হয় নভদীপের মৃতদেহ। সঙ্গে সঙ্গে পুলিশকে যেমন খবর দেওয়া হয়, তেমনি পরিবারকেও গোটা ঘটনার কথা জানানো হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।