IPL Auction 2025 Live

PoK Cities Weather Report in AIR: দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিওতে শোনা যাচ্ছে পাক-অধিকৃত কাশ্মীরের শহরগুলির আবহাওয়ার খবর

শুক্রবার থেকে পাক-অধিকৃত কাশ্মীরের শহরগুলির আবহাওয়ার খবর শোনানো হচ্ছে দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিওতে। নিউজ বুলেটিনে শোনা যাচ্ছে এই খবর। পাক-অধিকৃত কাশ্মীরের শহরগুলির মধ্যে মীরপুর, মুজফফরাবাদ এবং গিলগিট শহরের আবহাওয়ার খবর এখানে বলা হচ্ছে। এর কারণ হিসেবে হতে পারে বালতিস্তানের নির্বাচন।

পাক-অধিকৃত কাশ্মীর (Picture Credits: Wikimedia Commons )

নতুন দিল্লি, ৯ মে: শুক্রবার থেকে পাক-অধিকৃত কাশ্মীরের শহরগুলির আবহাওয়ার খবর শোনানো হচ্ছে দূরদর্শন(Doordarshan) এবং অল ইন্ডিয়া রেডিওতে (All India Radio)। নিউজ বুলেটিনে শোনা যাচ্ছে এই খবর। পাক-অধিকৃত কাশ্মীরের শহরগুলির মধ্যে মীরপুর, মুজফফরাবাদ এবং গিলগিট শহরের আবহাওয়ার খবর এখানে বলা হচ্ছে। এর কারণ হিসেবে হতে পারে বালতিস্তানের নির্বাচন।

পাক-অধিকৃত কাশ্মীরে নির্বাচন করাতে সম্প্রতি সম্মতি দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে নয়াদিল্লি। তারা দাবি করে পাক-অধিকৃত কাশ্মীর যে আসলে ভারতেরই অঙ্গ। আর তা বোঝাতেই এখানকার আবহাওয়া রিপোর্ট এখন থেকে দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওয় শোনানো হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডিডি নিউজে প্রতিদিনি সকাল ও বিকেলের নিউজ বুলেটিনে আবহাওয়ার রিপোর্ট দেওয়া হয়। অল ইন্ডিয়া রেডিয়োর সবকটি প্রধান বুলেটিনেই থাকে আবহওয়ার রিপোর্ট। আরও পড়ুন, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৬০, ০০০ ছুঁইছুঁই, ভারতে নতুন করে আক্রান্ত ৩,৩২০ জন

একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে কাশ্মীর থেকে কন্যাকুমারী, গিলগিট থেকে গুয়াহাটি, বালতিস্তান থেকে পোর্ট ব্লেয়ার - দেশের প্রতিটি শহরের আবহাওয়ার খবর বিস্তারিত ভাবে উল্লেখ থাকে এই বুলেটিনে। পাক-অধিকৃত কাশ্মীরের শহরগুলিকে যে নতুন করে আবহাওয়া রিপোর্টে যুক্ত করা হয়েছে, সেই বিষয়ে বিবৃতিতে কোনও উল্লেখ নেই।