Dog Attack in Rajasthan: মায়ের পাশ থেকে ঘুমন্ত শিশুকে মুখে করে নিলে গেল পথ কুকুর, ১ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু
গভীর রাতে কুকুর দুটি যখন ওয়ার্ডে প্রবেশ করে তখন শিশুটির মা ঘুমন্ত অবস্থায় ছিলেন। হাসপাতাল কর্মচারী এবং নার্সরা অন্য রোগীদের নিয়ে ব্যস্ত ছিলেন। সেই ফাঁকে কখন কুকুরে মুখে করে শিশুটিকে নিয়ে গিয়েছে কেউই তা খেয়াল করেনি।
জয়পুর, ২৮ ফেব্রুয়ারিঃ হাসপাতালের বিছানায় মায়ের পাশ থেকে ঘুমন্ত শিশুকে মুখে করে নিলে গেল পথ কুকুর। কুকুরের কামড়ে মৃত্যু হল এক মাসের শিশুর। হাসপাতালের বাইরে মিলেছে শিশুর মৃতদেহ। রাজস্থানের সিরোহি জেলার হাসপাতালে শিশুর মর্মান্তিক মৃত্যু। শোকের ছায়া পরিবারে (Dog Attack in Rajasthan)।
হাসপাতালের সিসিটিভি ফুটেজে পুলিশ দেখেন, সোমবার গভীর রাতে দুটি পথ কুকুর হাসপাতালের টিবি ওয়ার্ডে ঢোকে। কিন্তু কুকুর গুলো মুখে করে একটি শিশুকে নিয়ে বের হয়। পুলিশ সূত্রে খবর, মৃত শিশুটি যক্ষ্মায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তাঁর মা সেখানে ছিলেন সন্তানের সেবা যত্নের জন্যে।
ঘটনার দিন রাতে টিবি ওয়ার্ডে কোন নার্স ছিল না। গভীর রাতে কুকুর দুটি যখন ওয়ার্ডে প্রবেশ করে তখন শিশুটির মা ঘুমন্ত অবস্থায় ছিলেন। হাসপাতাল কর্মচারী এবং নার্সরা অন্য রোগীদের নিয়ে ব্যস্ত ছিলেন। সেই ফাঁকে কখন কুকুরে মুখে করে শিশুটিকে নিয়ে গিয়েছে কেউই তা খেয়াল করেনি। হাসপাতালের বাইরে থেকে উদ্ধার হয়েছে ১ মাসের শিশুর মরদেহ। শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। এছাড়াও ঘটনার বিশদে তদন্ত করছে পুলিশ।