Dog Attack in Delhi: নৃশংস, সাত বছরের শিশুকে কামড়ে ক্ষতবিক্ষত করল কুকুর

রোহিনী সেক্টর ২৫-এ খেলার সময় আচমকাই ওই ৭ বছরের শিশুর উপর ঝাঁপিয়ে পড়ে আমেরিকান বুলি। ওই ঘটনার পরপরই গুরুতর জখম অবস্থায় ওই শিশুকে ভর্তি করা হয় হাসপাতালে।

Dog, Representational Image (Photo Credit: Wikipedia)

দিল্লি, ১৭ জানুয়ারি: ফের কুকুরের (Dog) হামলায় আক্রান্ত শিশু (Child)। এবার বছর সাতের এক শিশু কন্যার উপর হামলা চালায় আমেরিকান বুলি প্রজাতির এক পোষ্য কুকুর। দিল্লির রোহিনী এলাকার ওই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়।  জানা যাচ্ছে, রোহিনী এলাকায় প্রতিবেশীর পোষ্য আমেরিকান বুলির আক্রমণে গুরুতর জখন বছর সাতের এক শিশু।  কুকুরের কামড়ের জেরে পরপর ১৫টি সেলাই পড়ে ওই কিশোরীর শরীরে।

আরও পড়ুন: Video: ফের পোষ্য কুকুরের হামলা, লিফটে উঠতেই শিশুর হাতে কামড় সারমেয়র, দেখুন

রোহিনী সেক্টর ২৫-এ খেলার সময় আচমকাই ওই ৭ বছরের শিশুর উপর ঝাঁপিয়ে পড়ে আমেরিকান বুলি। ওই ঘটনার পরপরই গুরুতর জখম অবস্থায় ওই শিশুকে ভর্তি করা হয় হাসপাতালে। হাত, পিঠ, গলা, কান, পা, চোখ-সহ শরীরের একাদিক জায়গায় শিশুকে কামড় বসায় আমেরিকান বুলি নামের ওই কুকুর। ওই ঘটনার পরপরই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।