Sikkim: ডাক্তারের ভুলে ১২ বছর ধরে মহিলার পেটে রয়ে গেল সার্জিকাল কাঁচি

অবশেষে জানা গেল এই ব্যথার আসল কারণ। যা কার্যত চোখ কপালে তুলেছে সকলের। এ বার মহিলার পেট কেটে বের করা হয় সার্জিকাল কাঁচি।

এক্স-রে রিপোর্ট (ছবিঃX@NDTV)

নয়াদিল্লিঃ প্রায় ১২ বছর আগে অস্ত্রোপচার(Surgery ) হয়ে গিয়েছে। শরীর থেকে বাদ দেওয়া হয়েছে অ্যাপেন্ডিক্স। কিন্তু তাও কমেনি যন্ত্রণা(Pain)। দিনরাত অসহ্য যন্ত্রণা পাচ্ছিলেন সিকিমের(Sikkim) মহিলা। কী কারণে যন্ত্রণা তা কিছুতেই খুঁজে বের করে পারছিলেন না চিকিৎসকেরাও। অবশেষে জানা গেল এই ব্যথার আসল কারণ। যা কার্যত চোখ কপালে তুলেছে সকলের। এ বার মহিলার পেট কেটে বের করা হয় সার্জিকাল কাঁচি। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সিকিমে। ২০১২ সালে ওই মহিলার অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচার হয়েছিল। সেই সময়ই ডাক্তারদের ভুলে পেটের মধ্যে রয়ে যায় সার্জিকাল কাঁচি। ওই মহিলার স্বামী জানান, ১২ বছর আগে সিকিমের এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয়। কিন্তু তারপর থেকে এক মুহূর্তের জন্য স্বস্তি পাননি স্ত্রী। ব্যথায় ছটফট করতেন। কিছুদিন আগে ফের ওই হাসপাতালেও নিয়ে আসেন স্ত্রীকে। ডাক্তাররা তাঁকে পরীক্ষা করে এক্স-রে করতে বলেন। এক্স-রে রিপোর্টে দেখা যায়, মহিলার পেটের মধ্যে রয়েছে আস্ত একটি কাঁচি। এরপরই অস্ত্রোপচার করে পেট থেকে কাঁচি বের করা হয়। বর্তমানে ওই মহিলার অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।

 ডাক্তারের ভুলে ১২ বছর ধরে মহিলার পেটে রয়ে গেল সার্জিকাল কাঁচি



@endif