Guwahati Shocker: ৪ বছরের দত্তক কন্যার উপর অমানুষিক অত্যাচারের অভিযোগ, পরিচারিকা-সহ ধৃত চিকিৎসক দম্পতি
চার বছরের দত্তক কন্যার উপর অমানুষিক অত্যাচার করার অভিযোগে অসমের গুয়াহাটির এক চিকিৎসক দম্পতিকে তাঁদের বাড়ির পরিচারিকা-সহ গ্রেফতার করল পুলিশ।
গুয়াহটি: চার বছরের দত্তক কন্যার (Adopted girl child) উপর অমানুষিক অত্যাচার (abusing) করার অভিযোগে অসমের (Assam) গুয়াহাটির (Guwahati) এক চিকিৎসক দম্পতিকে (doctor couple) তাঁদের বাড়ির পরিচারিকা (domestic help)-সহ গ্রেফতার (arrest) করল পুলিশ। এই বিষয়ে ৩০৭ ও ৩২৫-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করে ধৃতদের জেরা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই চিকিৎসক দম্পতি গুয়াহাটি শহরের মণিপুরি বস্তি (Manipuri Basti) এলাকায় বসবাস করেন। গত শুক্রবার তাঁদের এক প্রতিবেশী পুলিশের কাছে গিয়ে একটি ছবি দেখান। তাতে দেখা যাচ্ছিল, ৪ বছরের একটি শিশু কন্যাকে চড়া রোদের মধ্যে ছাদের একটি পোলের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা রয়েছে। ওই চিকিৎসক দম্পতি দত্তক নেওয়া ওই শিশুটিক এই ভাবে আটকে অমানুষিক অত্যাচার করছে বলে অভিযোগ জানান তাঁদের ওই প্রতিবেশী।
এরপরই মণিপুরি বস্তিতে গিয়ে পেশায় সার্জেন ওয়াল্লিউল ইসলাম নামে অভিযুক্ত চিকিৎস ও তাঁর বাড়ির পরিচারিকা লক্ষ্মীকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় গ্রেফতারি এড়াতে ধৃত চিকিৎসকের স্ত্রী মনো চিকিৎসক সঙ্গীতা বড়ুয়া বাড়ি থেকে পালিয়ে গেছিলেন।
যদিও তাতে শেষ রক্ষা হয় নি। শনিবার রাতে মেঘালয়ে রাই ভোই জেলার একটি বাড়ি থেকে ওই মহিলা চিকিৎসককে গ্রেফতার করা হয়। প্রাথমিক জেরার পরে জানা গেছে, ঘটনার দিন বাচ্ছা মেয়েটি কথার অবাধ্য হয়ে দুষ্টুমি করছিল বলে সঙ্গীতা বড়ুয়া একটি গরম লোহার রড দিয়ে প্রথমে তাকে মারধর করেন। পরে গায়ে গরম জল ঢেলে দিয়ে ছাদে পোলের সঙ্গে বেঁধে রেখেছিলেন। আরও পড়ুন: Telengana: তেলেঙ্গনায় নিরাপত্তাকর্মী ও মাওবাদীর গুলির লড়াই, মৃত ২ মাওবাদী