Doctor Burns Car: প্রেমিকার সঙ্গে ঝগড়ার জের, ৪০ লাখের মার্সিডিজ পুড়িয়ে দিলেন চিকিৎসক

রেমিকার সঙ্গে ঝগড়া হয়েছিল। এর জন্য অত্যন্ত প্রিয় ৪০ লাখ টাকার মার্সিডিজ গাড়ি পুড়িয়ে দিলেন (Burns Down) এক চিকিৎসক (Dotor)। ঘটনাটি ঘটেছে কাঞ্চিপুরমের ধর্মাপুরীতে ।

প্রতীকী ছবি

কাঞ্চিপুরম: প্রেমিকার সঙ্গে ঝগড়া হয়েছিল। এর জন্য অত্যন্ত প্রিয় ৪০ লাখ টাকার মার্সিডিজ গাড়ি (Mercedes Benz) পুড়িয়ে দিলেন (Burns Down) এক চিকিৎসক (Dotor)। ঘটনাটি ঘটেছে কাঞ্চিপুরমের (Kanchipuram) ধর্মাপুরীতে (Dharmapuri)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৮ বছর বয়সী ধর্মপুরীর বাসিন্দা কাভিন কাঞ্চিপুরমের একটি বেসরকারি মেডিকাল কলেজ থেকে গত বছর এমবিবিএস (MBBS) পাশ করেছিলেন। তারপর থেকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে কাজে যোগ দেয়।

কেভিনের সঙ্গে তাঁরই কলেজের এক মেয়ের আড়াই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন কাভিন প্রেমিকাকে নিয়ে কাঞ্চিপুরমের চারিদিকে ঘুরে বেড়ানোর পর রাজাকুলাম গ্রামের একটি পুকুরের কাছে গাড়ি থামান। সেখানে কথা বলতে গিয়ে দুজনের মধ্যে গণ্ডগোল বাঁধে।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীর কথায়, কাভিন একটি ফাঁকা বোতল নিয়ে তার মধ্যে গাড়ি থেকে পেট্রল ভরেন তারপর সেটা ৪০ লক্ষ টাকা দামের মার্সিডিজ গাড়ির চারিদিকে ছড়িয়ে আগুন ধরিয়ে দেন। ছেলেটির প্রেমিকা তাঁকে আটকানোর চেষ্টা করে সফল হননি।

ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া মানুষজন এই ঘটনা দেখে দমকলে খবর দেন। দমকলের কর্মীরা এসে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। যদিও ততক্ষণে পুড়ে ছাই হয়েছে গেছে মার্সিডিজ গাড়িটি। পরে এই বিষয়ে কেভিনের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ। পরে এই মামলায় জামিন পেয়েছে ২৮ বছরের এক চিকিৎসক।