Udaipur Violence: দুই পড়ুয়ার ছুরি হামলার ঘটনায় এখনও থমথমে উদয়পুর, অভিযুক্তের বাড়ি ভাঙল স্থানীয় প্রশান
দুই পড়ুয়ার মধ্যে ছুরি নিয়ে একে অপরের ওপর হামলা। সেই নিয়ে গত শুক্রবার রণক্ষেত্র পরিস্থিতি হয় উদয়পুরের সুরোজপোল থানা এলাকা।
দুই পড়ুয়ার মধ্যে ছুরি নিয়ে একে অপরের ওপর হামলা। সেই নিয়ে গত শুক্রবার রণক্ষেত্র পরিস্থিতি হয় উদয়পুরের (Udaipur) সুরোজপোল থানা এলাকা। জ্বালানো হয় গাড়ি, ভাঙচুর চালানো হয় দোকানপাট, ঘরবাড়িতে। ঘটনাস্থলে পুলিশ বাহিনী নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও শনিবারও থমথমে রয়েছে এলাকা। অন্যদিকে স্থানীয় প্রশাসনের নির্দেশে সংঘর্ষের অন্যতম অভিযুক্তের বাড়ি এদিন দুপুরে ভাঙা হল। গোটা এলাকা পুলিশি নিরাপত্তার রাখা হয়ছিল। তারপর বুলডোজার দিয়ে ভাঙা হল অভিযুক্তের বাড়ি। জানা যাচ্ছে এই বাড়ি ভাঙা নিয়েও শনিবার সকালে উত্তপ্ত হয়ছিল এলাকা। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এই মুহূর্তে ঘটনাস্থলে জারি রয়েছে ১৪৪ ধারা।
প্রসঙ্গত, গতকাল স্কুলের মধ্যাহ্নভোজের বিরতি চলাকালিন দুই পড়ুয়ার মধ্যে বচসা হয়। তখনই একজন ছুরি বের করে অপরজনের ওপর হামলা চালায়। এই নিয়ে স্থানীয় দুই সংগঠনের মধ্যে ঝামেলার সূত্রপাত। অভিযোগ আহত পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঘটনার প্রতিবাদে একটি সংগঠনের সদস্যরা বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নামে বিশাল পুলিশ বাহিনী। রাতের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। এই ঘটনায় আহত হয়েছেন অনেকে। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ