Drugs Seized In Maharashtra: মহারাষ্ট্রে খোঁজ মিলল মাদক তৈরির কারখানার, ২৫০ কোটির মাদক-সহ ধৃত দুই
মহারাষ্ট্রে বড়সড় সাফল্য পেল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। অধুনা ঔরঙ্গাবাদ ও বর্তমানে ছত্রপতি সম্ভাজি নগরে অভিযান চালিয়ে একটি মাদক তৈরির কারখানার ( সন্ধান পেলেন তারা।
সম্ভাজি নগর: মহারাষ্ট্রে বড়সড় সাফল্য পেল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (Directorate of Revenue Intelligence)। অধুনা ঔরঙ্গাবাদ (Aurangabad) ও বর্তমানে ছত্রপতি সম্ভাজি নগরে (Chhatrapati Sambhaji Nagar) অভিযান চালিয়ে একটি মাদক তৈরির কারখানার (Narcotics production factory) সন্ধান পেলেন তারা। ঘটনাস্থল থেকে ২৫০ কোটি টাকার বেশি মাদক (drugs) বাজেয়াপ্ত (Drugs Seized ) করার পাশাপাশি দু-জন গ্রেফতার হয়েছে।
মুম্বইয়ের ডিআরআই (DRI Mumbai) সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে ৪.৫ কেজি মেফেড্রোন (Mephedrone), ৪.৩ কিলো কেটামিন (Ketamine) ও ৯.৩ কেজি মেফেড্রোনের মিক্সার (mixture of Mephedrone) পাওয়া গেছে। ওই নিষিদ্ধ মাদক ও সাইকোট্রপিক পদার্থের (psychotropic substances) বর্তমান বাজারমূল্য ২৫০ কোটি টাকার বেশি। ১৯৮৫ সালের এনডিপিএস আইন (NDPS Act, 1985) অনুযায়ী, উদ্ধার হওয়া সমস্ত জিনিসগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। মূল অভিযুক্ত-সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও তদন্ত চলছে। আরও পড়ুন: