Amit Shah 'Scold' BJP Leader? ভরা মঞ্চে তামিলনাড়ুর বিজেপি নেতাকে 'বকছেন' অমিত শাহ? দেখুন কী বললেন তামিলিসাই সুন্দররাজন
তামিলিসাই সুন্দররাজনের সঙ্গে অমিত শাহের কথা বলার ওই ছবি দেখে অনেকেই মন্তব্য করেন, ভরা মঞ্চে প্রকাশ্যে কেন্দ্রীয় মন্ত্রী তামিলনাড়ু বিজেপি নেতাকে শাসন করছেন। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে পালটা ট্যুইট করে তেলাঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তামিলিসাই।
দিল্লি, ১৪ জুন: অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডুর শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চে তামিলনাড়ুর বিজেপি নেতা তামিলিসাই সুন্দররাজনকে 'বকছেন' অমিত শাহ (Amit Shah)? সম্প্রতি এমনই একটি ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। তামিলিসাই সুন্দররাজনের (Tamilisai Soundararajan ) সঙ্গে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছিলেন, তখন তাঁর আঙুল তোলা ছিল। শাহের পাশে ছিলেন ভেঙ্কাইয়া নায়ডু এবং পিছনে বসা ছিলেন চিরাগ পাসওয়ান। তামিলিসাই সুন্দররাজনের সঙ্গে অমিত শাহের কথা বলার ওই ছবি দেখে অনেকেই মন্তব্য করেন, ভরা মঞ্চে প্রকাশ্যে কেন্দ্রীয় মন্ত্রী তামিলনাড়ু বিজেপি নেতাকে শাসন করছেন। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে পালটা ট্যুইট করে তেলাঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তামিলিসাই।
দেখুন কী লিখলেন বিজেপি নেতা...
তামিলিসাই সুন্দররাজন লেখেন, অন্ধ্রে মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। যেখানে ভোটের পর বিজেপির নেতা, কর্মীরা কেমন কাজ করছেন, এমন বহু প্রশ্ন, উত্তরের মধ্যে দিয়ে তাঁদের কথা এগোচ্ছিল। ওই সময় ভোট পরবর্তী পরিস্থিতিতে কীভাবে দলের কাজ করতে, দলীয় সংগঠনের কাজ করতে হবে, তা নিয়ে উপদেশ দিচ্ছিলেন শাহ। তিনিও শুনছিলেন সবকিছু মন দিয়ে। তবে তাঁদের কথপোকথন নিয়ে যে আলোচনা, সমালোচনা চলছে, তা অহেতুক বলে স্পষ্ট করেন তামিলিসাই সুন্দররাজন।