Corona Virus: দেশে বাড়ছে করোনার দাপট, কোভিড পরীক্ষায় জোর দিতে রাজ্যগুলিকে লিখল আইসিএমআর

১৪৬ দিন পর দেশে দৈনিক করোনা ভাইরাস সংক্রমণ দেড় হাজার ছাড়িয়েছে। গত কয়েক দিন ধরেই ভারতে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে।

Photo Credits: Pixabay

নতুন দিল্লি, ২৫ মার্চ: ১৪৬ দিন পর দেশে দৈনিক করোনা ভাইরাস সংক্রমণ দেড় হাজার ছাড়িয়েছে। গত কয়েক দিন ধরেই ভারতে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। এই বিষয় নিয়ে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনগুলিকে লিখলেন আইসিএমআর-এর প্রধান রাজীব ভাল এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজীব ভূষণ। সেই চিঠিতে বলা হল ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে দেশে করোনা সংক্রমণের কেস বাড়তে শুরু করেছে। এখন করোনা পরীক্ষা বাড়াতে জোর দিতে বলা হল রাজ্যগুলিকে।

পরীক্ষা বা টেস্টিং না হলে করোনা সংক্রণের সংখ্যা এক লাফে অনেকটা বাড়ার আশঙ্কা থাকে। এখন দেশে সক্রিয় করোনা আক্রান্তের মধ্যে কেরল (২৬.৪%), মহারাষ্ট্র (২১.৭%), গুজরাট (১৩.৯%), কর্ণাটক (৮.৬%) এবং তামিলনাড়ু (৬.৩%)। চিঠিতে এমন তথ্যই দেওয়া হল। আরও পড়ুন-ছাত্রের গায়ে হাত তোলার অজুহাতে স্কুল শিক্ষককে মারধর, গ্রেফতার বাবা-মা

দেখুন টুইট

গত সপ্তাহ থেকে কোভিডের দাপট কিছুটা বাড়তে শুরু করেছিল। এখন দৈনিক আক্রান্ত দেড় হাজার ছাড়িয়ে ভালই ভয় ধরাচ্ছে কোভিড। গত ১৪৬ দিনের মধ্যে সর্বোচ্চ জায়গায় গেল করোনায় দৈনিক সংক্রমণ। মানে পরিসংখ্যান দেখলে চলতি বছর এখনই করোনা সবচেয়ে ভয়ের জায়গায় আছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১৫৯০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। গত একদিনে দৈনিক আক্রান্ত বাড়ল ২৯০ জন।