Maharashtra: শিণ্ডে জমানার ইতি, ঘোষণা হল মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রীর নাম
মুখ্যমন্ত্রীর পদ গেল ফড়ণবীসের ঝুলিতেই। বুধবার, বিজেপির তরফে মুখ্যমন্ত্রী হিসাবে ফড়ণবীসের নাম চূড়ান্ত করা হয়। আজই রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে ফোন করে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার কথা জানাবেন বলে সূত্রের খবর।
নয়াদিল্লিঃ অবশেষে জল্পনার অবসান। কাটল জট। মহারাষ্ট্রের(Maharashtra) মুখ্যমন্ত্রী পদে বসছেন দেবেন্দ্র ফড়ণবীস(Devendra Fadnavis)। আগামিকাল, মুখ্যমন্ত্রী(Chief Minister) পদে শপথ(Oath) নেবেন তিনি। মুম্বইয়ের আজাদ ময়দানা এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় শুরু হবে এই বিশেষ অনুষ্ঠান। ফরণবীসের পাশাপাশি এদিন উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন একনাথ শিন্ডে(Eknath Shinde) ও অজিত পওয়ার(Ajit Pawar)। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই মুখ্যমন্ত্রী পদ ঘিরে জোর জল্পনা চলছিল। শেষ পর্যন্ত কে বসবে মহারাষ্ট্রের মসনদে সেই দিকেই তাকিয়েছিল গোটা দেশ। এই মুখ্যমুন্ত্রীর আসনের দৌড় থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন অজিত পাওয়ার। কিন্তু জমি ছাড়েননি মহারাষ্ট্রের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। তবে শেষ পর্যন্ত হার মানতেই হল শিণ্ডেকে। মুখ্যমন্ত্রীর পদ গেল ফড়ণবীসের ঝুলিতেই। বুধবার, বিজেপির তরফে মুখ্যমন্ত্রী হিসাবে ফড়ণবীসের নাম চূড়ান্ত করা হয়। আজই রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে ফোন করে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার কথা জানাবেন বলে সূত্রের খবর।
শিণ্ডে জমানায় ইতি, ঘোষণা হল মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রীর নাম