Gurmeet Ram Rahim Singh: প্যারোল পে প্যারোল, প্যারোল পে প্যারোল, সাময়িক মুক্ত ধর্ষণে অভিযুক্ত গুরমিত রাহ রহিম

এ কেমন বিচার! ধর্ষণের দায়ে যাবজ্জীবন জেলের সাজা খাটছেন। বিস্ফোরক সব অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

Gurmeet Ram Rahim Singh (Photo: ANI)

এ কেমন বিচার! ধর্ষণের দায়ে যাবজ্জীবন জেলের সাজা খাটছেন। বিস্ফোরক সব অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। কিন্তু বারবার প্যারোলে মুক্তি পেয়ে যাচ্ছেন হরিয়ানার স্বঘোষিত বাবা তথা ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং। বলিউডের সংলাপ ধার করে বলতে হয়, প্যারোল পে প্যারোল, প্যারোল পে প্যারোল...

আগামী বুধবার ডেরা সাচ্চা সৌদা প্রাক্তন প্রধান শাহ সন্তনম সিংয়ের জন্মদিন। আর সেই অনুষ্ঠানে যোগ দেবেন বলেই প্যারোলে মুক্তি দেওয়া হল রাম রহিমকে। আইনের ফাঁক দেখিয়েই একবারে দামি গাড়ি চেপে হরিয়ানার রোহতাকের সুনারিয়া জেল থেকে ছাড়া পেয়ে বের হলেন রাম রহিম।

দেখুন ভিডিয়ো

গত বছর জুন ও অক্টোবরে রাম রহিমকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। বারবার কেন রাম রহিমকে প্যারোলে মুক্ত করা হচ্ছে তা নিয়ে জোর বিতর্ক তৈরি হচ্ছে।