Dengue Outbreak in Bihar: বিহারে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০ পার
শনিবার পাটনায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রাজধানীতে ডেঙ্গুর কামড়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ।
পাটনা, ৯ সেপ্টেম্বরঃ বিহারে ভয় ধরাচ্ছে ডেঙ্গু (Dengue)। ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে মশাবাহিত রোগের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিহারে (Bihar) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৫ জন। সোমবার রাজ্যের স্বাস্থ্য বিভাগ দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুসারে, ৫৫ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে ২৭ জনই রাজধানী পাটনার বাসিন্দা। পাটনার আজিমাবাদ জোন বিশেষভাবে প্রভাবিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। সেখান থেকে ১৩টি কেস রেকর্ড করা হয়েছে। এছাড়া কঙ্করবাগ এবং বাঁকিপুর জোন থেকে ৫টি করে ডেঙ্গু কেস সনাক্ত করা হয়েছে।
শনিবার পাটনায় (Patna) ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রাজধানীতে ডেঙ্গুর কামড়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ। কেবল পাটনাই নয়, সমানতালে বিহারের অন্যান্য জেলাগুলোতেও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সমস্তিপুরে ৫টি, সারানে ৪টি নতুন ডেঙ্গি কেসের সন্ধান মিলেছে।
পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে সে রাজ্যে। বিহারে লাফিয়ে বেড়ে চলা ডেঙ্গু (Dengue Outbreak in Bihar) সংক্রমিতের সংখ্যা কপালে চিন্তার ভাঁজ ফেলতে শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দফতরের। স্বাস্থ্য কর্তৃপক্ষের তরফে, মশা বাহিত এই রোগের বিস্তার নিয়ন্ত্রণ এবং সংক্রমিত এলাকাগুলোকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
সরকারি রিপোর্ট অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে বিহারে মোট ১,১২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। যার মধ্যে রাজধানী পাটনা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। কেবল পাটনাতেই সংক্রমিতের সংখ্যা ৫২৩। বর্তমানে পাটনার সরকারি এবং বেসরকারি হাসপাতাল মিলিয়ে ৪৫টির বেশি ডেঙ্গু (Dengue) রোগীর চিকিৎসা চলছে। পাটনা ছাড়াও, মুজাফরপুর, সমস্তিপুর, সিওয়ান এবং পশ্চিম চম্পারণের মতো জেলাগুলিতেও উল্লেখযোগ্য ভাইরাসের সংক্রমণ বাড়ছে ।