IPL Auction 2025 Live

COVID-19: 'ডেল্টা প্লাস' ডেকে আনতে পারে তৃতীয় ঢেউ, করোনার নয়া প্রজাতি নিয়ে বাড়ছে উদ্বেগ

সম্প্রতি করোনার নয়া প্রজাতি ডেল্টা প্লাস প্রসঙ্গে মানুষেকে সচেতন করে কেন্দ্রীয় সরকার৷ নীতি আয়োগের ডক্টর ভি কে পাল এ বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করেন৷

প্রতীকি ছবি

মুম্বই, ১৭ জুন: করোনার নয়া প্রজাতি ডেল্টা প্লাস (Delta Plus)৷ এই ভাইরাসের মাধ্যমে করোনার তৃতীয় ঢেউ থাবা বসাতে পারে ভারতে৷ এমনই আশঙ্কা প্রকাশ করা হল মহারাষ্ট্র সরকারের তরফে৷

করোনার নয়া প্রজাতি ডেল্টা প্লাসের জন্যই মহারাষ্ট্রে কোভিডে (Coronavirus) তৃতীয় ঢেউ দেখা দিতে পারে বলে আশঙ্কা সে রাজ্যের স্বাস্থ্য দফতরের৷ করোনার দ্বিতীয় ঢেউ যখন ক্রমশ নিম্নমুখী, সেই সময় তৃতীয় ঢেউকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়,তার পরিকল্পনা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রের সঙ্গে একযোগে সেই কাজ শুরু করেছে বিভিন্ন রাজ্যও৷ বিশেষ করে মহারাষ্ট্র (Maharashtra)৷

আরও পড়ুন: West Bengal: বৃষ্টি আরও ২ দিন, বাড়ছে নদীর জলস্তর, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা

করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের জেরে মহারাষ্ট্রে যেভাবে মৃত্যু মিছিল শুরু হয়, তৃতীয় ঢেউ য়াতে সেভাবে প্রভাব ফেলতে না পারে, তার জন্য শুরু হয়েছে চেষ্টা৷ সেই উপলক্ষ্যেই বুধবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে এবং দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে৷ সেখানেই করোনার তৃতীয় ঢেউকে কীভাবে রুখে দেওয়া যায়, সে বিষয়ে একটি সুষ্ঠু পরিকল্পনা করা হয়৷ প্রসঙ্গত করোনার প্রথম ঢেউয়ে এই রাজ্যে ১৯ লক্ষ মানুষ আক্রান্ত হন৷ (Corona Second Wave) দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪০ লক্ষ৷ ফলে তৃতীয় ঢেউ যাতে কোনওভাবেই মানুষের মধ্যে সংক্রমণের মাত্রা বাড়াতে না পারে, তার জন্য ঠাকরে সরকার সচেতন বলেও জানানো হয়৷ নেওয়া হচ্ছে উপযুক্ত ব্যবস্থা৷    সম্প্রতি করোনার নয়া প্রজাতি ডেল্টা প্লাস প্রসঙ্গে মানুষেকে সচেতন করে কেন্দ্রীয় সরকার৷ নীতি আয়োগের ডক্টর ভি কে পাল এ বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করেন৷ সেখানে তিনি বলেন, মার্চ মাসে ইউরোপে (Europe) করোনার এই নয়া প্রজাতির সন্ধান মিলেছে৷ তবে ডেল্টা প্লাস নিয়ে এখনও তেমন চিন্তার কোনও কারণ নেই৷ ভাইরাসের এই প্রজাতি কতটা মারাত্মক হতে পারে,তা সময়ই বলবে বলেও মন্তব্য করেন ডক্টর ভি কে পাল৷