Delhi Burger King Murder Case: বার্গার কিংয়ে যুবক হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া প্রথম অভিযুক্তকে পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদলত, এখনও অধরা লেডি ডন

গত ১৮ জুন দিল্লির রাজৌরি গার্ডেনের বার্গার কিং আউটলেটে দুই দুষ্কৃতির গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল বছর ২৬-এর আমন জুন নামক এক যুবকের দেহ। ঘটনার পর থেকে ওই দুই দুষ্কৃতির পাশাপাশি সন্দেহজনক এক তরুণীও নিখোঁজ ছিল। তবে শুক্রবার এই হত্যাকাণ্ডের প্রথম গ্রেফতারি করে দিল্লি পুলিশ। জানা যাচ্ছে, এদিন পুলিশ হাতে আসে অন্যতম অভিযুক্তি বিজেন্দর ওরফে গোগি। শুক্রবার গ্রেফতারি করে তাঁকে পাটিয়ালা হাউস কোর্টে (Patiala House Court) তোলে তদন্তকারী আধিকারিকরা। আদলত ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিজেন্দরকে।

যদিও আমনকে খুন করার প্রকৃত কারণ এখনও অজানা। পাশাপাশি অনু নামক রহস্যময়ী নারী ও আরেক অভিযুক্ত কোথায়, এই সব প্রশ্নের উত্তর জানতেই জেরা করা হবে বিজেন্দরকে। সেই কারণে এদিন আদালতে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায়। এবং তা মঞ্জুরও হয়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই হত্যাকাণ্ডে ওই নিখোঁজ মহিলাই মাস্টারমাইন্ড। এবং সে একজন মহিলা গ্যাংস্টার। পরিচিত মহলে লেডি ডন নামে পরিচিত।

ঘটনার পর থেকে বেপাত্তা সে। শেষবার তাঁকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখা গিয়েছিল জম্মু-কাশ্মীরের কাটরা রেলস্টেশনে। এই মহিলা হানি ট্র্যাপের মাধ্যমে ফাঁসিয়েছিলেন আমনকে। আর পরিকল্পনামাফিক গত ১৮ জুন যুবককে নিয়ে ওই বার্গার কিং আউটলেটে হাজির হয়েছিল অনু। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, যুবককে ফোনে কোনও একটা ছবি দেখানোর জন্য অন্যমনস্ক করার পরেই পেছন থেকে গুলি চালাতে শুরু করে ওই দুই যুবক। তারপর প্রাণের ভয়ে আউটলেটের ক্যাশ কাউন্টারের দিকে ছাঁপ দেওয়ার পর সেখানে গিয়ে কমপক্ষে ৩৮ গুলি দিয়ে ঝাঁঝরা করে দেওয়া আমনের দেহ। তারপর থেকে গা ঢাকা দিয়েছিল ওই তিনজন।