Burari-Like Mass Suicide in Madhya Pradesh? একই পরিবারে একসঙ্গে ৫ জনের মৃতদেহ উদ্ধার মধ্যপ্রদেশে, দিল্লির বুরারি স্মৃতি উসকে ভয় ধরছে মানুষের মনে
পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে যখন একই পরিবারের ৫ জনের দেহ দেখতে পান স্থানীয়রা, তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের দেহ উদ্ধার করে। কীভাবে একই পরিবারের ৫ জনের একবারে মৃত্যু হল, তার কারণ খুঁজছে পুলিশ।
ভোপাল, ১ জুলাই: একসঙ্গে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) আলিরাাজপুরে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়। সোমবার দেখা যায়, ওই পরিবারের এক দম্পতি এবং তাঁদের ৩ সন্তানের মৃত্যু হয়। কীভাবে এই ঘটনা, সে বিষয়ে এখনও কোনও তথ্য পুলিশের হাতে আসেনি। তবে মধ্যপ্রদেশের আলিরাজপুরে একই পরিবারের ৫ জনের দেহ যখন উদ্ধার করা হয়,সেই সময় দিল্লির (Delhi) বুরারির (Burari) ঘটনার কথা মনে পড়তে থাকে অনেকের।
পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে যখন একই পরিবারের ৫ জনের দেহ দেখতে পান স্থানীয়রা, তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের দেহ উদ্ধার করে। কীভাবে একই পরিবারের ৫ জনের একবারে মৃত্যু হল, তার কারণ খুঁজছে পুলিশ। তবে ওই পরিবারের ৫ জন হয় আত্মহত্যা করেছেন, না হলে তাঁদের খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
আলিরাজপুরের বাসিন্দা রাকেশ সিং তাঁর স্ত্রী ললিতা মেয়ে লক্ষ্মী এবং দুই ছেলে অক্ষয় এবং প্রকাশের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে।