Delhi : দিল্লি পুলিশের নোটিশ নিয়ে পাল্টা সাংবাদিক সম্মেলন আপের
দিল্লি পুলিশের পাঠানো নোটিশটি না এফআইআর না সমন, এর মধ্যে আইপিসি বা সিআরপিসির কোন সেকশনও নেই, পিএমএলএও নেই বলে দাবি আপ নেতা অতিসির
দিল্লি পুলিশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং অতিসির বাড়িতে নোটিশ পাঠানো নিয়ে এবার পাল্টা সাংবাদিক সম্মেলন আপের। রবিবার আপের পক্ষ থেকে অতিসি জানান, "গতকাল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে।আজকে তারা আমাকে নোটিশ পাঠালেন। যদিও নোটিশটি না এফআইআর না সমন। এর মধ্যে আইপিসি বা সিআরপিসির কোন সেকশনও নেই, পিএমএলএও নেই। "
বিধায়ক কেনাবেচা নিয়ে অভিযোগ তোলা হয়েছিল আপের পক্ষ থেকে, অভিযোগ ছিল আপের বিধায়ক কেনার ক্ষেত্রে চেষ্টা করছে বিজেপি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশের পক্ষ থেকে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌছে যায় টিম। তাঁকে নোটিশ দিয়ে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়। এর পরদিনই আপের আরও এক সদস্য তথা মন্ত্রী অতিসির বাড়িতে যায় দিল্লির টিম। তাঁকেও দেওয়া হয় নোটিশ।