Delhi: প্রবল বৃষ্টিতে বিপদ সীমার কাছাকাছি যমুনা নদীর জল, বন্যার আশাঙ্কা দিল্লিতে

বুধবার সকাল ৮ টা সময় জলস্তরের পরিমান ছিল ২০৭.২৫ মিটার। যা ২০৭.৪৯ মিটারের থেকে কিছুটা কম। প্রায় বিপদ সীমার ওপর দিয়েই বইছে যমুনা নদীর জল

Water level in Yamuna River

দিল্লিতে প্রবল বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির আশাঙ্কা। একেই প্রবল বৃষ্টি তারওপরে জলাধার থেকে জল ছাড়ায় বাড়ছে যমুনা নদীর জল। কিছুদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যমুনা নদীর জলস্তর বিপদ সীমার নীচেই রয়েছে।

তবে এবার পরিস্থিতি ভিন্ন। জলছাডা়র পরিমান বাড়ার ফলে বেড়েছে জলস্তররের সীমাও। বুধবার সকাল ৮ টা সময় জলস্তরের পরিমান ছিল ২০৭.২৫ মিটার। যা ২০৭.৪৯ মিটারের থেকে কিছুটা কম। প্রায় বিপদ সীমার ওপর দিয়েই বইছে যমুনা নদীর জল।

তবে পরিস্থিতি যাই হোক না কেন দিল্লির সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।

 



@endif