Delhi Water Crisis: দিল্লিতে জলের হাহাকার,অব্যাহত ট্যাঙ্কার মাফিয়াদের দৌরাত্ম,পানীয় জলের সন্ধানে স্কুল ছুট ছেলেমেয়েরা!

দিল্লির জলযন্ত্রণাকে হাতিয়ার করে চলছে ট্যাঙ্কার মাফিয়াদের রাজ। আর এই ঘটনায় দিল্লির আপ সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। ট্যাঙ্কার মাফিয়াদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হচ্ছে? দিল্লি সরকারের কাছে রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্টে।

দিল্লিতে জলের হাহাকার (ছবিঃX)

নয়াদিল্লিঃ রাজধানীতে (Delhi) অব্যাহত জলযন্ত্রণা (Water Crisis)! এক ফোঁটা জলের জন্য হাহাকার দিল্লির বিস্তীর্ণ এলাকায়। আর এই পরিস্থিতিতে রমরমিয়ে চলছে ট্যাঙ্কার মাফিয়াদের জল নিয়ে কালোবাজারি, যা নিয়ে রীতিমতও উদ্বিগ্ন দিল্লি সরকার (AAP Government)। সকাল-সকাল ট্যাঙ্কারে করে জল পৌঁছাচ্ছে দিল্লির বিভিন্ন এলাকায়। আর সেই জল সংগ্রহ করে কালঘাম ছুটছে সাধারণ মানুষের। ভোর থেকে জলের জন্য লাইন দিতে হচ্ছে। ট্যাঙ্কারে উঠে জল সংগ্রহ করছে বাচ্চারা। সব মিলিয়ে কঠিন পরিস্থিতি। ক্ষুব্ধ স্থানীয়রা। "সরকারে যেই আসুক জলের ব্যবস্থা করার আশ্বাস দেয়, তবে এই সমস্যার সুরাহা কেউ করে না। ছেলেমেয়েরা স্কুল, পড়াশোনা ছেড়ে এই জল আনতে বেরিয়ে পড়ছে" বলে অভিযোগ করেন এক স্থানীয় বাসিন্দা।

এই খবরটিও পড়ুনঃ ওয়ানডের পথে রেস্তোরাঁয় লাঞ্চ, সোজা হেঁশেলে ঢুঁ মারলেন রাহুল গান্ধী, তারপর?

প্রসঙ্গত, দিল্লির জলযন্ত্রণাকে হাতিয়ার করে চলছে ট্যাঙ্কার মাফিয়াদের রাজ। আর এই ঘটনায় দিল্লির আপ সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। ট্যাঙ্কার মাফিয়াদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হচ্ছে? দিল্লি সরকারের কাছে রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্টে। দিল্লির জল সঙ্কট মেটাতে প্রতিবেশী রাজ্যের থেকে জল চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় দিল্লি সরকার। আদালতের ডাকে সড়া দিয়ে দিল্লিকে অতিরিক্ত জল পাঠাতে রাজি হয় হিমাচল প্রদেশ। কিন্তু সেই জল ঠিকমতো দিল্লিতে পৌঁছচ্ছে না বুলে খবর।

দেখুন ভিডিয়ো