IPL Auction 2025 Live

Delhi Water Crisis: পানীয় জলে গাড়ি ধুলেই ২ হাজার টাকা জরিমানা, অপচয় রুখতে বড়সড় পদক্ষেপ দিল্লি সরকারের

দিল্লির অনেক এলাকাতেই পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহ করা যাচ্ছে না, তাই জল অপচয় বন্ধ করার অনুরোধ জানিয়েছে সরকার। সকলে পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

দিল্লিতে পানীয় জল অপচয় করলে জরিমানা (ছবিঃX)

নয়াদিল্লিঃ জল অপচয় ঠেকাতে বড়সড় পদক্ষেপ করতে চলেছে দিল্লি সরকার (Delhi Government)। প্রয়োজনের অধিক জল খরচ করলেই দিতে হবে ২ হাজার টাকা জরিমানা (Fine)। এমনই সিদ্ধান্ত নিতে চলেছে কেজরিওয়াল (Kejriwal)সরকার।ইতিমধ্যেই দিল্লি জল বোর্ডের সঙ্গে বৈঠক হয়ে গিয়েছে। রাজধানীতে জলকষ্ট বহুদিনের। এ বার তা রুখতে এই পথ বেছে নিতে চলেছে সরকার। বহু জায়গাতেই পানীয় জল অপচয় হচ্ছে বলে খবর রয়েছে কর্পোরেশনের কাছে। বড়-বড় ট্যাঙ্কার থেকে হোস পাইপের সাহায্যে জল নিয়ে গাড়ি পরিষ্কার করছেন বহু মানুষ। এ বার থেকে এমনটা দেখলেই জরিমানা দিতে হবে জানা গিয়েছে। একটি বিশেষ দল তৈরি করার কথা ভাবা হয়েছে। যারা বাড়ি-বাড়ি গিয়ে দেখবে পানীয় জল অপচয় হচ্ছে কি না। তবে কবে থেকে এই নিয়ম লাগু হবে তা এখনও পর্যন্ত জানানো হয়নি। দিল্লির অনেক এলাকাতেই পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহ করা যাচ্ছে না, তাই জল অপচয় বন্ধ করার অনুরোধ জানিয়েছে সরকার। সকলে পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়েছে।