Delhi Video: ভাবহ আগুন বহুতলে, মরণ ঝাঁপ দিয়ে করুণ পরিণতি ২ মহিলার

দ্বারকার ওই অ্যাপার্টমেন্টে আগুন লাগতেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পরপর বেশ কয়েকটি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে তবে আগুন নিয়ন্ত্রণে আনে।

Delhi Fire(Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২১ ফেব্রুয়ারি: বুধবার সকালে দিল্লির (Delhi) একটি বহুতলে আগুন (Fire) ধরে যায়। সেক্টর ১০-এ দ্বারকার একটি বহুতলে ভয়াবহ আগুন ধরে গেলে, মানুষ আতঙ্কে ভুগতে শুরু করেন। দ্বারকার (Dwarka) ওই অ্যাপার্টমেন্টে আগুন লাগতেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।  পরপর বেশ কয়েকটি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে তবে আগুন নিয়ন্ত্রণে আনে।

দেখুন ভিডিয়ো...

 

এদিকে দ্বারকার ওই বহুতলে আগুন লাগতেই অ্যাপার্টমেন্টের ৪ এবং ৫তলা থেকে ২ মহিলা পরপর নীচের দিকে ঝাঁপ দেন। ওই ২ মহিলা ৪ এবং ৫তলা থেকে নিজেদের প্রাণ বাঁচাতে ঝাঁপ দিলে, তাঁদেরকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় জখম অবস্থায়।  হাসপাতালে চিকিৎসা শুরুর পর একজনের প্রাণ বাঁচানো যায়নি। চিকিৎসার মাঝ পথেই তাঁর মৃত্যু হয়। বাকি একজনের চিকিৎসা চলছে বলে খবর।