Rahul Gandhi: তুঘলক লেনের বাঙলো থেকে রাহুল গান্ধীর সব জিনিস নিয়ে বেরিয়ে গেল ট্রাক, দেখুন ভিডিয়ো

সরকারি বাংলো ছাড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ১৯ বছর পর দিল্লির তুঘলক লেনের সরকারী বাংলো ছাড়তে হল রাহুলকে।

Rahul Gandhi (Photo Credits: Facebook)

নতুন দিল্লি, ২২ এপ্রিল: দিল্লির তুঘলক লেনে সাংসদদের জন্য বরাদ্দ করা সরকারি বাংলো খালি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ১৯ বছর পর দিল্লির ১২ নম্বর তুঘলক লেনের সরকারী বাংলো ছাড়তে হল রাহুলকে। রাহুলের সব জিনিস নিয়ে একটি ট্রাক এদিন দুপুরে তুঘলক লেনের বাংলো ছাড়ে। রাহুল এবার থেকে মা সোনিয়া গান্ধীর বাড়িতেই থাকবেন। গত ১৪ এপ্রিলও রাহুলের জিনিস নিয়ে তুঘলক লেনের বাংলো থেকে একটি ট্রাককে বের হতে দেখা গিয়েছিল।

মোদী পদবী নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সুরাটের আদালত দু বছরের জেলের শাস্তি দেয় রাহুল গান্ধীকে । এর ফলে রাহুলের সাংসদ পদ খারিজ হয়। সাসদ না থাকায় রাহুলকে তাঁর সরকারি বাংলো ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় লোকসভার সচিবালয়।

দেখুন ভিডিয়ো

২০০৪ সালে আমেথি লোকসভা থেকে প্রথমবার জিতে সাংসদ হয়ে তুঘলক লেনে এই সরকারী বাংলো পেয়েছিলেন রাজীব গান্ধী-সোনিয়া পুত্র।