IPL Auction 2025 Live

Murder: নতুন ফোন কিনে 'ট্রিট' না দেওয়ায় নবম শ্রেণির পড়ুয়াকে কুপিয়ে খুন বন্ধুদের

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (১) এবং ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ধৃতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ নতুন ফোন(Phone) কেনার পর বন্ধুদের আবদার ছিল পার্টি দিতে হবে। সেই আবদার না রাখায় খুন হতে হল ১৬ বছরের সচিনকে। ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির(East Delhi) শকরাপুরে। জানা গিয়েছে, নতুন ফোন কিনে এক বন্ধুর সঙ্গে ফিরছিল সচিন। পথে আরও তিন বন্ধুর সঙ্গে দেখা হয়। ফোন কেনার আনন্দে 'ট্রিট(Treat)' চায় বন্ধুরা। তাতে না করে দিতেই তার উপর চড়াও হয় তিন বন্ধু। মাটিতে ফেলে প্রথমে তাকে মারধর করা হয়। তারপর ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তার। রোজকার মতো এ দিন টহল দিতে বেরিয়ে রাস্তায় রক্তের দাগ দেখে সন্দেহ হয় পুলিশের। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনাটি জানতে পারে পুলিশ। হাসপাতালের ডাক্তাররা জানান, সচিনের ঘাড়ে দু'টি ক্ষত মিলেছে। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (১) এবং ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ধৃতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

নতুন ফোন কিনে 'ট্রিট' না দেওয়ায় নবম শ্রেণির পড়ুয়াকে কুপিয়ে খুন বন্ধুদের