Delhi : কুয়াশার সঙ্গে দিল্লি জুড়ে বৃষ্টিপাতের সতর্কতা জারি আবহাওয়া দফতরের

দিল্লি, পাঞ্জাব, হিমাচল প্রদেশ সহ বিভিন্ন এাকায় কুয়াশার পাশাপাশি বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর

Fog (Photo credit: Twitter/IANS)

দিল্লিতে কুয়াশার পাশাপাশি এবার বৃষ্টির পূর্বাভাষ দিল আবহাওয়া দফতর। রবিবার সকালে দিল্লির বিভিন্ন অংশে কুয়াশার আস্তরনের ছবি চোখে ধরা পড়েছে। আবহাওয়া দফতরের তরফে দিল্লির বেশ কিছু অংশে আগামী ২ দিন হালকা বৃষ্টির পূর্বাভাষ, রয়েছে বলে জানিয়েছে।

দিল্লির পাশাপাশি হরিয়ানা এবং চণ্ডীগড়েও বৃষ্টির পূর্বাভাষ রয়েছে বলে জানা গেছে। দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রির আশেপাশে ছিল বলে জানা গেছে। এর পাশাপাশি সর্বাধিক তাপমাত্রা পৌছেছে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

পাঞ্জাবের রাজপুরা শহর ঘন কুয়াশার আস্তরন দেখা গিয়েছে। জম্মু ও  কাশ্মীরে আগে থেকেই আবহাওয়ার পূর্বাভাষ দেওয়া ছিল সেই মতো সেখানে তুষারপাত শুরু হয়েছে।

এছাড়া ফেবরুয়ারী মাসের ১৮ থেকে ২০ তারিখের মধ্যে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালটিস্তান এবং হিমাচলপ্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে।

দিল্লিতে বাতাসের গুনগত মান রবিবার ছিল ২৬২ যা খারাপ মানের বলে জানা গেছে।