Delhi: কড়া নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে রানওয়েতে ব্যক্তি, দিল্লি বিমানবন্দরে হইচই
রিপোর্টে প্রকাশ, শনিবার সকালে সাড়ে এগারোটা নাগাদ মদ্যপ অবস্থায় এক ব্যক্তি বিমানবন্দর পেরিয়ে রানওয়েতে পৌঁছে যান। এয়ার ইন্ডিয়া বিমানের চালক প্রথম ওই ব্যক্তিকে মদ্যপ অবস্থায় দেখতে পান।
দিল্লি, ২৯ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষ্যে যখন দিল্লি (Delhi) বিমানবন্দরে কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে, সেই সময় হইচই জুড়ে দেন এক ব্যক্তি। দিল্লি বিমানবন্দরে এক ব্যক্তি কোনওভাবে পৌঁছে যান রানওয়েতে। মদ্যপ অবস্থায় দৌড়ে রানওয়েতে পৌঁছে যান ওই ব্যক্তি। এমন খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়ে যায় হইচই। অতিরিক্ত সতর্কতা জারি সত্ত্বেও ওই ব্যক্তি কীভাবে রানওয়েতে পৌঁছে যান, তা নিয়ে দায়িত্বে থাকা সিআইএসএফের (CISF) কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তেমনি ওই সময় দায়িত্বে থাকা সিআইএসএফের হেড কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলে খবর।
রিপোর্টে প্রকাশ, শনিবার সকালে সাড়ে এগারোটা নাগাদ মদ্যপ অবস্থায় এক ব্যক্তি বিমানবন্দর পেরিয়ে রানওয়েতে পৌঁছে যান। এয়ার ইন্ডিয়া বিমানের চালক প্রথম ওই ব্যক্তিকে মদ্যপ অবস্থায় দেখতে পান। ওই চালক এরপর তড়িঘড়ি সিআইএসএফ বিষয়টি জানালে, সেখানে হাজির হন নিরাপত্তারক্ষীরা।
আরও পড়ুন: Delhi: দিল্লি বিমানবন্দর থেকে খোয়া গেল পোষ্য বিড়াল, এয়ার ইন্ডিয়া কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
হরিয়ানার বাসিন্দা ওই ব্যক্তিকে এরপর মদ্যপ অবস্থায় পাকড়াও করে সিআইএসএফ দিল্লি পুলিশের হাতে তুলে দেয়। যা নিয়ে শুরু হয়ে যায় হইচই।