Delhi : ২৩৫ ভারতীয়কে ইজরায়েল থেকে উদ্ধার ভারতীয় বিদেশমন্ত্রকের
ইজরায়েল থেকে ফেরত আসা দ্বিতীয় ব্যাচকে বিমানবন্দরে গ্রহন করতে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজকুমার রঞ্জন সিং
ইজরায়েল ও হামাসের যুদ্ধের মধ্যেই এবার ইজরায়েল থেকে আরও ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনার ব্যবস্থা করল ভারতের বিদেশমন্ত্রক।শুক্রবার ২১২ জন ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনার পর আবার আরও ২৩৫ জন নাগরিককে ইজরায়েল থেকে ফিরিয়ে আনল ভারত।
ইজরায়েল থেকে ফেরত আসা দ্বিতীয় ব্যাচকে বিমানবন্দরে গ্রহন করতে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজকুমার রঞ্জন সিং।
ইজরায়েলে হামাসের আচমকা আক্রমনে ইজরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঢুকে পড়ে হামাস। প্রাণ হারান বহু ইজরায়েলি নাগরিক। এরই পাল্টা হিসেবে গাজা ভূখন্ডে আকাশ থেকে ব্যপকহারে বোমাবর্ষণ করে ইজরায়েলি বাহিনী। কিন্তু এর মধ্যেই ইজরাইলে আটকে থাকা ভারতীয় নাগরিকগুলি সমস্যায় পড়ে যান। তাই তাদের সাহায্যার্থে ভারতে থেকে বিমান পাঠানো হয় উদ্ধারের জন্য। শুধু ভারত নয় এরপাশাপাশি অন্যান্য দেশও ইজরায়েলে বিমান পাঠিয়ে তাদের দেশের জনগনকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে।