Delhi : কমছে তাপমাত্রার পারদ, পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশ স্কুল শিক্ষামন্ত্রী অতিসির

১২ জানুয়ারী পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী অতিসি

Photo Credits: ANI

দিল্লিতে নামতে থাকা তাপমাত্রার কারণে আগামী ৫ দিন পর্যন্ত নার্সারি থেকে ক্লাস ৫ পর্যন্ত  স্কুল ছুটির সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী অতিসি। এর আগে শীতের ছুটি উপলক্ষ্যে নির্দেশনা জারি করা হয়েছিল ১০ ই জানুয়ারী পর্যন্ত। তবে শীতের তাপমাত্রার না কমার কারণে ছুটির সিদ্ধান্ত আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আবহাওয়া দফতরের তরফে হলুদ সতর্কতা জারি করানোর পর থেকে ছোট ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে স্কুলে না আসার সিদ্ধানেই শিলমোহর দিয়েছে দিল্লি স্কুল শিক্ষা দফতর।

শুধু দিল্লি নয় পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান সহ বেশ কিছু এলাকায় ঠান্ডার প্রকোপ এভাবেই চলবে বলে জানা গেছে আবহাওয়া দফতরের তরফে।

তাপমাত্রা কমার পাশাপাশি দূষণেও জর্জরিত হয়ে রয়েছে দিল্লি। এর মধ্যেই দিল্লিতে আগামী ২৬ শে জানুয়ারী উপলক্ষ্যে শুরু হয়েছে রিহার্সাল।

ভারতের বিভিন্ন রাজ্য যেমন পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বিহার, ঝাড়খন্ডের মত এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা দেখা গিয়েছে ৬ থেকে ১৫ ডিগ্রি সেন্টিগ্রেড। রাজস্থানে সর্বনিম্ন তাপমাত্রা দেখা গিয়েছে ২ ডিগ্রি সেন্টিগ্রেড।



@endif