Delhi Rain: দু দিনে রেকর্ড ১৫৩ মিলিমিটার বৃষ্টি, দিল্লিতে বন্যা হবে কি, কী বললেন কেজরিওয়াল

প্রবল বৃষ্টির পর জলের তলায় দিল্লি। জলমগ্ন দেশের রাজধানী শহরের অবস্থা দেখে আঁতকে উঠেছে সবাই। দিল্লির রাজপথ জলে থৈ থৈ, বেশ কিছু আন্ডারপাস জলমগ্ন হওয়ায় বন্ধ। দিল্লির জল যন্ত্রণায় অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে।

Photo Credits: ANI

প্রবল বৃষ্টির পর জলের তলায় দিল্লি। জলমগ্ন দেশের রাজধানী শহরের অবস্থা দেখে আঁতকে উঠেছে সবাই। দিল্লির রাজপথ জলে থৈ থৈ, বেশ কিছু আন্ডারপাস জলমগ্ন হওয়ায় বন্ধ। দিল্লির জল যন্ত্রণায় অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। গতকাল, সন্ধ্যায় দিল্লির মন্ত্রী অতীশী রাস্তায় হাঁটু সমান জলে নেমে এলাকা ঘুরে। শহরবাসীর ক্ষোভ তাতেও কমেনি। ড্যামেজ কন্ট্রোলে নেমে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বললেন, গত শুক্র ও শনিবার দু দিনে মোট ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিল্লির বর্তমান পরিকাঠামো। এতটা বৃষ্টিকে সামলানোর ক্ষমতা সীমিত। তাই মানুষের এত কষ্ট হয়েছে।"

সঙ্গে কেজরি জানান, যমুনা নদী দিল্লিতে ২০৩.৫৮ মিটার দিয়ে বইছে। আগামিকাল সকালে যমুনার জলস্তর ২০৫.৫ মিটার পৌঁছে যেতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী যমুনার জলস্তর তারপর আর খুব বেশী বাড়ার কথা নয়। দিল্লিতে বন্যার সম্ভাবনা খুবই কম। যমুনার জলস্তর ২০৬ মিটার টপকে গেলে, নদীর তীর সংলগ্ন এলাকা থেকে মানুষদের সরানো হবে।"

দেখুন দিল্লিতে যমুনার জলস্তর এখন কোথায়

দেখুন টুইট

জলমগ্ন দিল্লির রাস্তা, দেখুন ভিডিয়ো

প্রশাসনের পক্ষ থেকে জানানো হল, দিল্লিতে দুপুর একটায় যমুনার জলস্তর পৌঁছয় ২০৪.৬৫ মিটার। যেখানে জলস্তরের বিপদসীমা ২০৫.৩৩ মিটার।