Delhi Police Special Cell: দিল্লি পুলিশের বড় সাফল্য, ধৃত আন্তঃরাজ্য অস্ত্র পাচারচক্রের ২ সদস্য
শনিবার বড় সাফল্য পেল দিল্লি পুলিশের স্পেশাল সেল (সাউদার্ন রেঞ্জ)। তাদের হাতে ধরা পড়ল আন্তঃরাজ্য অস্ত্র পাচারচক্রের ২ সদস্য।
নয়াদিল্লি: শনিবার বড় সাফল্য পেল দিল্লি পুলিশের স্পেশাল সেল (সাউদার্ন রেঞ্জ) (Delhi Police Special Cell, Southern Range)। তাদের হাতে ধরা পড়ল আন্তঃরাজ্য অস্ত্র পাচারচক্রের (interstate illegal firearms syndicate) ২ সদস্য। ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি পিস্তল (pistols) ও তাজা কার্তুজ (live cartridges) উদ্ধার হয়েছে।
দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে দিল্লির একটি এলাকায় হানা দিয়ে আন্তঃরাজ্য অস্ত্র পাচারচক্রের দুই অস্ত্র সরবরাহকারীকে গ্রেফতার (arrest) করেছেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের (সাউদার্ন রেঞ্জ) একটি দলের সদস্যরা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা ওই দুই ব্যক্তির নাম রাজা গৌতম (Raja Gautam) ও পিন্টু কাশ্যপ (Pintu Kashyap)। ধৃতদের কাছ থেকে ১০টি সেমি-অটোমেটিক পিস্তল (semi-automatic pistols) ও ৪টি তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।