Deep Sidhu Arrested: অবশেষে গ্রেপ্তার প্রজাতন্ত্র দিবসে লালকেল্লা কাণ্ডে অভিযুক্ত দীপ সিধু
২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে লালকেল্লা কাণ্ডে মূল অভিযুক্ত দীপ সিধু গ্রেপ্তার (Deep Sidhu Arrested)। অভিযোগ, আন্দোলনরত কৃষকদের একাংশকে লালকেল্লায় তাণ্ডব চালানোয় উসকানি দিয়েছিলেন দীপ সিধু। এরপরই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। তবে ঘটনার দিনই বাইকে চড়ে উধাও হয়ে যান দীপ সিধু। এরপর লালকেল্লা কাণ্ডে মূল অভিযুক্ত দীপ সিধুর সম্পর্কে কোনও তথ্য দিলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে তথ্য প্রদানকারীকে। এই ঘোষণা করে দিল্লি পুলিশ। দীপ সিধু ছাড়াও পলাতকের তালিকায় ছিল আরও তিনজন।
দিল্লি, ৯ ফেব্রুয়ারি: ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে লালকেল্লা কাণ্ডে মূল অভিযুক্ত দীপ সিধু গ্রেপ্তার (Deep Sidhu Arrested)। অভিযোগ, আন্দোলনরত কৃষকদের একাংশকে লালকেল্লায় তাণ্ডব চালানোয় উসকানি দিয়েছিলেন দীপ সিধু। এরপরই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। তবে ঘটনার দিনই বাইকে চড়ে উধাও হয়ে যান দীপ সিধু। এরপর লালকেল্লা কাণ্ডে মূল অভিযুক্ত দীপ সিধুর সম্পর্কে কোনও তথ্য দিলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে তথ্য প্রদানকারীকে। এই ঘোষণা করে দিল্লি পুলিশ। দীপ সিধু ছাড়াও পলাতকের তালিকায় ছিল আরও তিনজন। এরপর মঙ্গলবার দীপ সিধুকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সূত্রের খবর জানিয়েছে এএনআই। আরও পড়ুন-WB assembly elections 2021: আজ অনুব্রতর গড়ে বিজেপির রথযাত্রা, তারাপীঠে যাচ্ছেন জেপি নাড্ডা
জানা গিয়েছে, ভিডিও করে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এক বান্ধবীকে পাঠিয়ে দিতেন দীপ সিধু। সেই বান্ধবী আবার অভিনেত্রী। তিনিই সেই ভিডিও ফেসবুকে আপলোড করতেন। এদিকে লালকেল্লা কাণ্ডের পর ভারতীয় কিষাণ ইউনিয়নের হরিয়ানা ইউনিটের প্রধান গুরনাম সিং চাধুনি দীপ সিধুর সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। তাঁর অভিযোগ, সিধুই আন্দোলনরত কৃষকদের উসকে দিয়ে লালকেল্লার কাণ্ড ঘটিয়েছেন।