Delhi Police: উৎসবের মরসুমে দিল্লিতে জঙ্গি হামলার আশঙ্কা, সতর্কতা দিল্লি পুলিশের
দিল্লি পুলিশের তরফে জানা যায়, চলতি উৎসবের মরশুমে যে কোনও সময় রাজধানী শহরে সন্ত্রাসবাদী হামলা হতে পারে। যে কোনওভাবে যাতে জঙ্গি হামলা রুখে দেওয়া যায়, তার জন্য করা হচ্ছে উপযুক্ত পদক্ষেপ।
দিল্লি, ১৫ অক্টোবর: উৎসবের মরশুমে (Festive Season) জঙ্গি হামলার সতর্কতা দিল্লিতে। উৎসবের মরশুমে যে কোনও সময়ে দিল্লিতে হামলা হতে পারে বলে সতর্কতা প্রকাশ করেন দিল্লির (Delhi) ডিসিপি দীপক যাদব।
দিল্লি (Delhi Police) পুলিশের তরফে জানা যায়, চলতি উৎসবের মরশুমে যে কোনও সময় রাজধানী শহরে সন্ত্রাসবাদী হামলা (Terrorist Attack) হতে পারে। যে কোনওভাবে যাতে জঙ্গি হামলা রুখে দেওয়া যায়, তার জন্য করা হচ্ছে উপযুক্ত পদক্ষেপ। বাজার, দোকান, শপিং মল সহ বিভিন্ন জনবহুল এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। কোনওভাবে যাতে সাধারণ মানুষকে বিপদে পড়তে না হয়, সে বিষয়ে করা হচ্ছে পদক্ষেপ।
আরও পড়ুন: West Bengal Weather: কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী ৬ দিন, সতর্কতা আবহাওয়া দফতরের
জঙ্গি হামলা রুখতে দিল্লির বিভিন্ন জায়গায় চেকিও শুরু করা হয়েছে বলে জানান ডিসিপি দীপক যাদব। দিল্লি পুলিশের সমস্ত আধিকারিককে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এমনকী, মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় হাঠাৎ করে পুলিশ গিয়ে নাকা চেকিংও শুরু করেছে বলে জানান ডিসিপি।