Delhi Police: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অস্ত্র বিক্রি, ডেলিভারি করতে এসে পুলিশের জালে গ্রেফতার ২

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবৈধ অস্ত্র কারবারির চক্র গড়েছিল কয়েকজন দুষ্কৃতি। মধ্যপ্রদেশ থেকে কমদামে অস্ত্র বানিয়ে সেগুলি অনলাইনে বিক্রি করা হচ্ছিল।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবৈধ অস্ত্রের কারবারির চক্র গড়েছিল কয়েকজন দুষ্কৃতি। মধ্যপ্রদেশ থেকে কমদামে অস্ত্র বানিয়ে সেগুলি অনলাইনে বিক্রি করা হচ্ছিল। কেউ কিনতে চাইলে তাঁকে একেবারে ঠিকানায় পৌঁছে দিচ্ছিল এই চক্রটি। মূলত দিল্লি, আগ্রার মধ্যেই সক্রিয় ছিল গ্যাং। বিগত কয়েকমাস ধরে এই চক্রকে হাতেনাতে ধরার পরিকল্পনা করছিল দিল্লি পুলিশ। গত ১৯-এ অগাস্ট অফিসারদের কাছে খবর আসে যে শনিবার আগ্রা ক্যানেল রোডের জৈতপুরে চক্রের সদস্যরা বন্দুক ডেলিভারি করতে আসছে। খবর পেয়েই বিশেষ টিমের সঙ্গে তৈরি হয় পরিকল্পনা। এরপর রবিবার সকালে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে। দুজনের নাম অরবিন্দ কুমার (৪৫) এবং বিনোদ কুমার (৪৮)।

জানা যাচ্ছে, অভিযুক্তদের থেকে উদ্ধার হয়েছে ৮টি দেশীয় পিস্তল এবং বেশ কয়েক রাউন্ডগুলি। ইতিমধ্যেই সেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার হওয়া দুজনেই জেলখাটা আসামী। এদের মধ্যে একজনের ওপর ১১টি কেসের মামলা চলছে। পুলিশসূত্রে খবর এরাই মধ্যপ্রদেশের প্রত্যন্ত এলাকায় একটি পিস্তলের কারখানা খুলেছে। সেখান থেকে ১২ হাজার, ১৫ হাজার, ২৫ হাজার, ৩০ হাজার ও ৪০ হাজার টাকার পিস্তল বানিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিক্রি করত। ইতিমধ্যেই দিল্লি, উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জায়গায় অবৈধ অস্ত্র সরবরাহ করেছে তাঁরা। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।