CAA: সিএএ কার্যকর হতেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লি, বিক্ষিপ্ত অশান্তি শুরু অসমে

প্রতীকী ছবি (File Image)

আজ থেকে শুরু হচ্ছে সংশোধিত নাগরিকত্ব আইন (Citizen Amendment Act)। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সিএএ লাগু হওয়ার কথা জানিয়ে দিয়েছিল কেন্দ্র সরকার। লোকসভা নির্বাচনের আগে এই আইন চালু হওয়ার জেরে দেশের বিভিন্ন প্রান্তে অশান্তি সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই অসমে (Assam) বিক্ষোভ শুরু করে দিয়েছে বিরোধীরা। অন্যদিকে, দিল্লির দিকে বিশেষ নজর রয়েছে কেন্দ্রের।

২০২০-তে সিএএ আইন পাশ হওয়ার পর দিল্লিতে (Delhi) শুরু হয়েছিল দাঙ্গা। দীর্ঘদিন ধরে রাজধানীতে চলেছিল আন্দোলন। ফলে এই আইন কার্যকরী হওয়ার পর ফের যাতে দিল্লিতে অগ্নিগর্ভ পরিস্থিতি না সৃষ্টি হয় তার জন্য বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে দিল্লি পুলিশ এবং ব়্যাফ। সিলামপুর এলাকায় ফ্ল্যাগমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।

এদিকে সিএএ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গতকালই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, কোনওভাবেই এ রাজ্যে সিএএ কার্যকর করা যাবে না। আর এই আইন আটকানোর জন্য যাবতীয় চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও এই আইনের বিরোধীতা করেছেন।