Delhi : সংসদভবনে হামলায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য নেতৃবৃন্দ
শহিদদের পরিবারের সঙ্গে সাক্ষাতও সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
২২ বছর আগে সংসদভবনে হামলার জেরে শহীদ হওয়া জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন লোকসভার স্পীকার ওম বিড়লা (Om Birla) , বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda ), ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) সহ আরও অনেকে।
কংগ্রেসের তরফে প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে এবং সোনিয়া গান্ধী (Sonia Gandhi) পুস্পমাল্য দান করেন শহিদদের উদ্দেশ্যে। উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও ( Adhir Chowdhury)।
১৩ ডিসেম্বর ২০০১ সালে লষ্কর ই তৈবা এবং জয়শই মহম্মদ নামের দুই সন্ত্রাসী সংগঠনের পক্ষ থেকে হামলা চালানো হয় সংসদভবনে।
মোট পাঁচ জন সন্ত্রাসবাদী যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদের খতম করা হয়। সেই সময় সংসদভবনে ১০০ জনেরও বেশি রাজনীতিবিদ উপস্থিত ছিলেন। সন্ত্রাসবাদীরা ভুয়ো স্টিকার লাগানো গাড়ির মাধ্যমে আনায়াসেই সংসদভবনের ভেতরে ঢুকে পড়ে। একে ৪৭, গ্রেনেড এবং পিস্তলের মাধ্যমে আক্রমন করতে শুরু করে।
ভারতীয় নিরাপত্তা এজেন্সী এবং দিল্লি পুলিশের তরফে জানা গেছে এই হামলা মূলত আইএসআই এর সহযোগীতার মাধ্যমে করা হয়েছিল।
১৩ ডিসেম্বর ২০০১ সালে শহীদ হওয়া জওয়ানদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।