Delhi Heatwave: দাবদাহের দিল্লিতে তাপমাত্রা ৫০ ছুঁইছুঁই

দেশের রাজধানী দিল্লির গরম সহ্যের সব মাত্রা ছাড়িয়ে গেল। দিল্লিবাসী গরমে কাহিল। সকাল থেকেই ঘর থেকে বের হওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। অনেকেই বলছেন, দিল্লি এখন মরুভূমির চেয়েও বেশী গরম।

Delhi Heat Wave Photo Credit: File Photo

দেশের রাজধানী দিল্লির গরম সহ্যের সব মাত্রা ছাড়িয়ে গেল। দিল্লিবাসী গরমে কাহিল। সকাল থেকেই ঘর থেকে বের হওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। অনেকেই বলছেন, দিল্লি এখন মরুভূমির চেয়েও বেশী গরম। আবহাওয়া দফতর জানাল, দিল্লির সীমান্ত শহর নারেলায় সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়ায় ৪৯.৯ ডিগ্রি সেলসিয়াস। দিল্লি-হরিয়ানা সীমান্ত নারেলায় এতই গরম যেখানে সেখানের মানুষ দিনের বেলায় খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।

দিল্লির ঠিক পাশেই নজফগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ৪৯.৮ ডিগ্রি। দিল্লির অন্যতম ব্যস্ততম জায়গা পিতমপুরা-র তাপমাত্রাা ৪৮.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে যে অঞ্চলে সেখানকার তাপমাত্রা ৪৭ ডিগ্রি। গরমে কাহিল দিল্লিবাসীরা বলছেন, এত অসহ্য তাপমাত্রা তারা এর আগে কখনও অনুভব করেননি।

দেখুন দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা

দিল্লি এনসিআর-ও চলছে তীব্র দাবদাহ। নয়ডা ও গুরুগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ফরিদাবাদে গরম ৪৮.৪ ডিগ্রি। ক দিন আগেই রাজস্থানের কিছু জায়গায় তাপমাত্রা ৫০ ছুঁয়েছিল। এবার হয়তো সেটা দিল্লির পালা।