Delhi Shocker: নৃশংস! প্রেমিকার স্বামীকে খুন করে পুড়িয়ে দিল প্রেমিক
ফের নয়া নৃশংসতার সাক্ষী হল দেশের রাজধানী দিল্লি। প্রেমিকার স্বামীকে খুন করার পর তাঁর শরীর পুড়িয়ে দিল ২৭ বছর বয়সী এক যুবক। নৃশংস এই ঘটনাটি ঘটেছে দিল্লির ওয়াজিরাবাদ এলাকায়।
নয়াদিল্লি: ফের নয়া নৃশংসতার সাক্ষী হল দেশের রাজধানী দিল্লি (Delhi)। প্রেমিকার স্বামীকে (Lover's Husband) খুন করার (murder) পর তাঁর শরীর পুড়িয়ে (burn) দিল ২৭ বছর বয়সী এক যুবক। নৃশংস এই ঘটনাটি ঘটেছে দিল্লির ওয়াজিরাবাদ (Wazirabad) এলাকায়।
এপ্রসঙ্গে শনিবার এক প্রশাসনিক আধিকারিক জানান, ওয়াজিরাবাদ এলাকার রাম ঘাটের বাসিন্দা ২৭ বছরের ওই যুবক মুনিশউদ্দিনের সঙ্গে স্থানীয় রাশিদ নামক এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল।
ওয়াজিরাবাদ পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ জানুয়ারি রামঘাটের একটি জায়গায় ৯০ শতাংশ পুড়ে যাওয়া একটি মৃতদেহ উদ্ধার হয়। এরপরই ৩০২ ও ২০১ ধারায় একটি মামলা দায়ের হয়। তার ভিত্তিতে তদন্তে নেমে জানা যায় রাশিদের স্ত্রীর সঙ্গে মুনিশউদ্দিনের পরকীয়া সম্পর্ক ছিল। তারা দুজনে পরিকল্পনা করে রাশিদকে খুন করে মৃতদেহ পুড়িয়ে দেবে। কিন্তু, সব কাজ ঠিকঠাক করলেও মৃতদেহটি পুরো না পুড়িয়ে রাস্তার কাছে ফেলে যায়। আর তাতে ওই দুই অভিযুক্তকে খুঁজতে সুবিধা হয় পুলিশের।
এপ্রসঙ্গে ওয়াজিরাবাদের স্পেশাল পুলিশ কমিশনার (ক্রাইম) রবীন্দ্র সিং যাদব বলেন, তদন্তের সময় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন পুলিশের তদন্তকারীরা। সেখানে রাশিদের সঙ্গে এক ব্যক্তিকে দেখা যায়। এরপরই সিসিটিভি ফুটেজের বিশ্লেষণ, প্রযুক্তির ব্যবহার ও পুলিশি নজরদারি চালিয়ে বোঝা যায় ওই ব্যক্তিটি মুনিশউদ্দিন। জানা যায়, সে রাশিদের শরীরের নিচের অংশে বারবার ছুরি দিয়ে কোপানোর পর গলার নলি কেটে দেয়। এরপর নির্দিষ্ট সূত্রে আমরা জানতে পারি ভোরের সময় অভিযুক্ত রোহিণী সেক্টর-১৬ ভাবনা রোডের নালার কাছে আসবে। এরপর সেখানে ফাঁদ পেতে ওই যুবককে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার হয় রাশিদের স্ত্রীও।