Delhi Murder: কানাডায় যাওয়ার স্বপ্ন ছিল, বাধাঁ দেওয়ায় মাকে খুন ছেলের

এরপর ছেলের কথা মতো উপরের ঘরে গিয়ে তিনি দেখেন মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর স্ত্রী। এরপর তড়িঘড়ি তাঁকে নিয়ে স্থানীয় হাসপাতালে ছোটেন তিনি।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লিঃ কানাডা(Canada) যাওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল মা। তাই এ বার মাকেই খুন(Delhi Murder) করল যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির(Delhi) বাদরাপুরের(Badrapur) মোলারবান্দ গ্রামে। অভিযুক্তের নাম কৃষ্ণ কান্ত। বয়স ৩১। স্থানীয় সূত্রে খবর, বেকার ছিল সে। সঙ্গে মাদকে আসক্ত। সম্প্রতি কানডায় যাওয়ার স্বপ্ন দেখে সে। তবে তাতে সম্মতি ছিল না মা গীতা সিং-এর(৫০)। বরং ছেলেকে বিয়ে করে সংসার পাতার পরামর্শ দেয় সিং পরিবার। এই প্রায়ই মা-ছেলের বচসা লেগে থাকত। শনিবাররও এই একই প্রসঙ্গে দু'জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপরই মাকে ধারাল অস্ত্র নিয়ে কুপিয়ে হত্যা করে কৃষ্ণ কান্ত। এই ঘটনা ঘটিয়ে সে নিজেই খবর দেয় বাবা সুরজিৎ সিংকে(৫২)। বাবাকে উপরে যেতে বলে অভিযুক্ত। এরপর ছেলের কথা মতো উপরের ঘরে গিয়ে তিনি দেখেন মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর স্ত্রী। এরপর তড়িঘড়ি তাঁকে নিয়ে স্থানীয় হাসপাতালে ছোটেন তিনি। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ফাঁকে ঘটনাস্থল থেকে পালায় কৃষ্ণ কান্ত। এরপর ওই এলাকায় থেকেই তাকে খুঁজে বের করে পুলিশ। খুনের মামলায় তাকে গ্রেফতার করা হয়।

কানাডায় যাওয়ার স্বপ্ন ছিল, বাধাঁ দেওয়ায় মাকে খুন ছেলের



@endif