Delhi: পার্কিংয়ে থাকা গাড়িতে আগুন লেগে জীবন্ত দগ্ধ হলেন ব্যক্তি
পার্কিংয়ে দাঁড়িয়ে একটি এসইউভি গাড়িতে আচমকা আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির আলিপুর এলাকায়। মৃতের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।
নয়াদিল্লি: পার্কিংয়ে দাঁড়িয়ে একটি এসইউভি (SUV) গাড়িতে আচমকা আগুন (fire) লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির (New Delhi) আলিপুর (Alipur) এলাকায়। মৃতের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৭.০৩ মিনিটে নয়াদিল্লির আলিপুর রোড এলাকার পাল্লা রোডে একটি এসইউভি গাড়ি রাস্তার ধারে পার্কিংয়ে দাঁড়িয়ে ছিল। আচমকা সেটিতে আগুন লেগে যায়। এর ফলে জীবন্ত দগ্ধ হয়ে মারা যান গাড়িতে থাকা এক ব্যক্তি। আগুন লাগার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের (fire department) তিনটি ইঞ্জিন। তারপর ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জামাকাপড়ের কিছু পোড়া অংশ ও হাড় উদ্ধার করেন। সেগুলি ফরেনসিক দপ্তরে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত ব্যক্তির পরিচয় জানা যাবে বলে মনে করছে পুলিশ।
এপ্রসঙ্গে দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ (আউটার নর্থ) দেবেশ কুমার মাহালা জানান, ঘটনাস্থল থেকে মৃতের পোড়া জামাকাপড়ের কিছু অংশ ও হাড় উদ্ধার হয়েছে। বাকি পুরো শরীরটাই পুড়ে গেছে। হাড় ও জামাকাপড়ের পোড়া অংশগুলি ফরেনসিক দপ্তরে পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধার হয়েছে ওই গাড়িটির নম্বরপ্লেট। সেই সূত্রে জানা গেছে, গাড়িটি কুরুক্ষেত্রের এক ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশের একটি দল। দুর্ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যাচ্ছে ওই গাড়িটিতে আগুন লেগে বিস্ফোরণ হয়। তারপরই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির।
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে দিল্লিতে প্রায় একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেপ্টেম্বর মাসে কাঞ্জাওয়ালা এলাকায় একটি গাড়িতে আগুন লেগে পুড়ে মারা গিয়েছিলেন এক ব্যক্তি।