Delhi : মোবাইল চুরি ধরতে গিয়ে পুলিশকে ছুরি অভিযুক্তের, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ছবি

অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মোবাইল ছিনতাই করে পালাবার সময় পুলিশকে ছুরি নিয়ে আক্রমনের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিল্লির গান্ধীনগর (Gandhinagar) এলাকায়। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ভয়ঙ্কর এই ঘটনার ছবি। ঘটনাটি বুধবার ঘটেছে বলে জানা গেছে। জানা গেছে হাবিলদার নীরজ এবং আরও এক পুলিশ যখন প্যাট্রলিংয়ে ছিলেন তখন তারা একটি আওয়াজ শুনতে পান এবং সেই আওয়াজ অনুসরন করে তারা জানতে পারেন যে নিশু নামের একজন ব্যক্তি একটি মোবাইল চুরি করেছে।

যখন পুলিশরা তাকে ধরতে উদ্যত হল তখন ওই ব্যক্তি পুলিশের ওপর চুরি হাতে আক্রমন চালাতে যায়।যদিও আক্রমন থেকে বাঁচতে বেল্ট দিয়ে অপরাধীকে মারতে দেখা যায় পুলিশকে। বেশ কিছুক্ষন পরেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ব্যক্তির কাছে থেকে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করেছে পুলিশ। পরে জানতে পারা যায় যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ১০ টি মামলা ইতিমধ্যেই রয়েছে।

মোবাইল চুরির সিন্ডিকেট নিয়ে বেশ কিছুদিন আগেই দিল্লি পুলিশ (Delhi Police) একটি চক্রের পর্দা ফাঁস করেছে। যেখানে ভারতে থেকে চুরি যাওয়া মোবাইল গুলিকে বাংলাদেশে পাচার করার ব্যবস্থা করা হতো।পুলিশের পক্ষ থেকে জানা গেছে, এখনও পর্যন্ত প্রায় ২০০০ মোবাইল পাচার করা হয়েছে যার আনুমানিক মূল্য প্রায় ৪.৫ কোটি টাকা।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরবাইক এবং অভিযুক্তের কাছ থেকে ২৫ লক্ষ টাকার ফোন উদ্ধার করা হয়েছে ।