Delhi : দিল্লিতে বাড়ছে দূষণ, এয়ার কোয়ালিটি ইনডেক্সে বাতাসের পরিমান 'খুব খারাপ'

বাতাসের অবস্থা অত্য়ন্ত খারাপ বলে জানা গেছে

Very poor Air Quality of Delhi Photo Credit: Twitter@ANI

ঘন কুয়াশা এবং ধুলোর কারণে ঢাকা পড়ল দিল্লি। বেশ কিছুদিন ধরেই অতিরিক্ত ধুলোর কারণে পরিবেশ দূষণের মত ঘটনা ঘটেছে চলেছে। রবিবার সকাল বেলায় সিগনেচার ব্রিজের কাছে ধুলো মিশ্রিত কুয়াশার আস্তরন দেখা যায়।

দিল্লিতে ধুলোর কারণে পরিবেশের অবস্থা আরও খারাপ। সার্বিকভাবে এয়ার কোয়ালিটি ইনডেস্কের পরিমান দাঁড়িয়েছে ৩৯৩। সকাল ৭ টার সময় পাওয়া তথ্য অনুযায়ী ানন্দ বিহারে বাতাসে দূষণের পরিমান ৪৩৩, অশোক বিহারে ৪৩৪, ভাবনা স্টুডে ৪৩৭, জাহাঙ্গীরপুরীতে ৪৫০।

পরিবেশের দূষণ ঠেকানোর জন্য দিল্লিতে বিএস ৩ গাড়ি ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বাড়তে থাকা দূষণ নিয়ে শুক্রবার একটি মিটিং করেন আপ মন্ত্রী গোপাল রায়।

নাড়া পোড়ানোর ক্ষেত্রে দূষণের পরিমান বেড়েছে উত্তোরত্তোর। তবে সেই নাড়া পোড়ানোর পরিমান কমে গেলেও দূষণের পরিমান কিন্তু কমেনি। তাই এই নিয়ে বাড়ছে উদ্বিগ্নতা। দিল্লি বাসীর স্বাস্থ্যের ক্ষেত্রেও দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা।