Nirbhaya Case: পবন গুপ্তর ফাঁসি পিছতে রাজি হল না আদালত, রাষ্ট্রপতির কাছে ফের প্রাণভিক্ষার আবেদন

নির্ধারিত দিনেই হবে ফাঁসি। পবন গুপ্তের (Pawan Gupta) আর্জি খারিজ করল দিল্লি পাতিয়ালা হাউজ কোর্ট (Patiala House Court)। ফাঁসির বদলে দেওয়া হোক যাবজ্জীবনের সাজা। সুপ্রিম কোর্টের (Supreme Court) কাছে আজ এই আর্জিই জানাবে নির্ভয়া কাণ্ডের ধর্ষক খুনি পবন গুপ্ত। সেই আর্জি জানানোর কিছু আগেই মৃত্যু পরোয়ানায় স্থগিতাদেশ খারিজ করল দিল্লির এই নিম্ন আদালত।

নির্ভয়াকাণ্ডে ৪ সাজাপ্রাপ্ত (Photo Credits: File Image)

নয়াদিল্লি, ২ মার্চ: নির্ধারিত দিনেই হবে ফাঁসি। পবন গুপ্তের (Pawan Gupta) আর্জি খারিজ করল দিল্লি পাতিয়ালা হাউজ কোর্ট (Patiala House Court)। ফাঁসির বদলে দেওয়া হোক যাবজ্জীবনের সাজা। সুপ্রিম কোর্টের (Supreme Court) কাছে আজ এই আর্জিই জানাবে নির্ভয়া কাণ্ডের ধর্ষক খুনি পবন গুপ্ত। সেই আর্জি জানানোর কিছু আগেই মৃত্যু পরোয়ানায় স্থগিতাদেশ খারিজ করল দিল্লির এই নিম্ন আদালত।

নির্ভয়া কাণ্ডের চার অপরাধী ছিলেন- পবন গুপ্ত, অক্ষয় সিং ঠাকুর, মুকেশ সিং, এবং বিনয় শর্মা। আগামিকাল অর্থাৎ ৩ মার্চ তিহার জেলে ফাঁসি দেওয়ার দিন স্থির হয়েছে। মৃত্যুদণ্ডের এই সাজা রুখতে একের পর এক অস্ত্র প্রয়োগ করছে ধর্ষক-খুনিরা। ঘটনায় অভিযুক্ত প্রেসিডেন্টের কাছেও মুক্তির আর্জি জানিয়েছে। কিন্তু সব আবেদনই খারিজ হয়ে গিয়েছে ধর্ষক-খুনিদের। পবন বাদে বাকি ৩জনেরই প্রাণভিক্ষার আবেদন খারিজ করেছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিকে রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজ করার পর মুকেশ ও বিনয় সেই খারিজকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। তাও সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। তবে কোনওরকম চ্যালেঞ্জ জানিয়ে এতদিন আদালতের দ্বারস্থ হয়নি অক্ষয়। আরও পড়ুন: Nirbhaya Case: ফাঁসি নয় তাকে যাবজ্জীবন দেওয়া হোক, সোমবার নির্ভয়ার ধর্ষক খুনি পবন গুপ্তার আবেদন শুনবে সুপ্রিম কোর্ট

 এই চারজনই ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে এক প্যারামেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণ করে নারকীয় অত্যাচার চালায়। এর জেরে হাসাপাতলে চরম যন্ত্রণা নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করেও হেরে যান নির্ভয়া। দেশজুড়ে তোলপাড় শুরু হয়। মোট ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে একজনের বয়স কম থাকায় তাকে হোমে পাঠানো হয়। একজন জেলেই আত্মঘাতী হয়। বাকি চারজনের ফাঁসি নিয়ে সেই থেকেই দড়ি টানাটানি চলছে। সূত্রের খবর, দিল্লি পাতিয়ালা হাইকোর্টে মৃত্যু পরোয়ানার স্থগিতাদেশ খারিজ হয়ে গেলেও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানাতে পারে পবন গুপ্ত। সেক্ষেত্রে আজকের মধ্যে রাষ্ট্রপতি যদি প্রাণভিক্ষার আর্জি খারিজ করে না দেন, তাহলে সাজা নিয়ে আইনি জটিলতা আরও বাড়বে বলে মত আইজীবীদের।