IPL Auction 2025 Live

Delhi Heatwave: তীব্র গরম এবং তাপপ্রবাহে নাজেহাল দিল্লি, দহনজ্বালায় মৃত্যু ১৩ জনের

সফদরজং-এর পাশাপাশি দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল থেকেও গরমের জেরে মৃত্যুর খবর আসতে শুরু করেছে। এক সপ্তাহের মধ্যে রাম মনোহর লোহিয়া হাসপাতালে পরপর ২ ২জন ভর্তি হন।

Heatwave (Photo Credit: Pixabay)

দিল্লি, ২০ জুন: তীব্র তাপপ্রবাহ (Extreme Heatwave) এবং গরমে নাজেহাল দিল্লি। বেশ কিছুদিন ধরে তীব্র গরমে নাজেহাল রাজধানী শহরের মানুষ। প্রচণ্ড গরমের জেরে এবার পরপর ১৩ জনের মৃত্যুর খবর মিলছে দিল্লি থেকে। রিপোর্টে প্রকাশ, সফদরজং হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় দিল্লিতে গরমের জেরে ১৩ জনের মৃত্যু হয়েছে। ফলে গরমের জেরে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে ভারতের রাজধানী শহরের। গত ২৪ ঘণ্টার মধ্যে দিল্লির (Delhi) ওই ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

সফদরজং-এর পাশাপাশি দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল থেকেও গরমের জেরে মৃত্যুর খবর আসতে শুরু করেছে। এক সপ্তাহের মধ্যে রাম মনোহর লোহিয়া হাসপাতালে পরপর ২ ২জন ভর্তি হন। যাঁরা প্রত্যেকেই তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন বলে চিকিৎসকরা জানান। যার মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। হিটস্ট্রোকে আক্রান্ত হয়েই ওই ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানান ওই হাসপাতালের চিকিৎসকরা। সেই সঙ্গে ১২ জন রোগী লাইফ সাপোর্ট সিস্টেমের দেখভালে রয়েছেন বলেও জানা যাচ্ছে।

তবে সফদরজং হাসপাতালে সবেচেয়ে বেশি হিট স্ট্রোকে আক্রান্ত রোগীর ভর্তি হওয়ার খবর চলতি মরশুমে মিলছে বলে খবর।