Delhi Heatwave: প্রচণ্ড গরম, তাপপ্রবাহে দিল্লিতে ১৯২ জন গৃহহীন মানুষের মৃত্যু, বলছে রিপোর্ট

২০২২ সালে ১৫০ জন গৃহহীন মানুষের মৃত্যু হয়ছিল অত্যধিক গরমে। ২০২২ সালের পর ২৪-এ সেই পরিসংখ্যান উর্দ্ধমুখী। এই সালে ১৯২ জন গৃহহীন মানুষের মৃত্যু রাজধানী শহরে হয় বলে জানা যাচ্ছে।

Extreme Heatwave (Representational Image) (Photo Credit: ANI/ X)

দিল্লি, ২০ জুন: দিল্লিতে (Delhi) তীব্র তাপপ্রবাহ (Heatwave) চলছে। দিল্লিতে প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহের জেরে ১১ থেকে ১৯ জুনের মধ্যে মোট ১৯২ জন গৃহহীন মানুষের মৃত্যু হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে এবার এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আনা হয়। ১১ থেকে ১৯ জুনের মধ্যে দিল্লিতে যে ১৯২ জনের মৃত্যু হয়, তা কার্যত স্পষ্ট হয়ে যায় ওই রিপোর্টে। এতদিন পর্যন্ত তাপপ্রবাহের জেরে দিল্লিতে কখনও এত মানুষের মৃত্যু হয়নি বলে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের রিপোর্টে দাবি করা হয়।

আরও পড়ুন: Delhi Heatwave: তীব্র গরম এবং তাপপ্রবাহে নাজেহাল দিল্লি, দহনজ্বালায় মৃত্যু ১৩ জনের

২০২২ সালে ১৫০ জন গৃহহীন মানুষের মৃত্যু হয়ছিল অত্যধিক গরমে। ২০২২ সালের পর ২৪-এ সেই পরিসংখ্যান উর্দ্ধমুখী। এই সালে ১৯২ জন গৃহহীন মানুষের মৃত্যু রাজধানী শহরে হয় বলে জানা যাচ্ছে।

গত ৭২ ঘণ্টায় দিল্লিতে গরমের দাপটে ৫ জনের মৃত্যু হয় বলে খবর। দিল্লির পাশাপাশি নয়ডাতেও গত ২৪ ঘণ্টায় ১৪ জনেের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।