G20 Summit Delhi 2023: জি ২০ সম্মেলন উপলক্ষে নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ দিল্লি সরকারের, ভিডিয়োতে দেখুন ভারত মণ্ডপম-র অপূর্ব রূপ
আগামী শনিবার অর্থাৎ ৯ সেপ্টেম্বর থেকে দিল্লিতে শুরু হতে চলেছে জি ২০ সামিটের উচ্চপর্যায়ের বৈঠক। তার সব রকমের প্রস্তুতি প্রায় সারা হয়ে গেছে। তাও চলছে সবকিছু খতিয়ে দেখার কাজ। আর এর মাঝেই মঙ্গলবার রাতে দিল্লি সরকারের তরফে নিষেধাজ্ঞার একটি তালিকা গেজেটেড নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
নয়াদিল্লি: আগামী শনিবার অর্থাৎ ৯ সেপ্টেম্বর থেকে দিল্লিতে শুরু হতে চলেছে জি ২০ সামিটের (G 20 Summit) উচ্চপর্যায়ের বৈঠক। তার সব রকমের প্রস্তুতি প্রায় সারা হয়ে গেছে। তাও চলছে সবকিছু খতিয়ে দেখার কাজ। আর এর মাঝেই মঙ্গলবার রাতে দিল্লি সরকারের (Delhi Govt) তরফে নিষেধাজ্ঞার (Restrictions) একটি তালিকা গেজেটেড নোটিফিকেশনের (Gazette notification) মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে ১০ তারিখ রাত ১২টা পর্যন্ত আশ্রম চকের পিছনে অবস্থিত মথুরা রোড, ভৈরো রোড, পুরনো কেল্লা রোড এবং প্রগতি ময়দান টানেলের ভেতরে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে সমস্ত রকমের পণ্য পরিবহনকারী গাড়ি, কর্মাশিয়াল গাড়ি, স্থানীয় ও আন্তঃরাজ্যীয় বাস। তবে নো এন্ট্রিতে প্রবেশের অনুমতি থাকা অত্যাবশ্যকীয় দুধ, সবজি, ফল ও চিকিৎসা সংক্রান্ত দ্রব্যের গাড়ি দিল্লিতে ঢুকতে পারবে।
আগামী শুক্রবার অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পাঁচটা থেকে ১০ তারিখ অর্থাৎ রবিবার পর্যন্ত পুরো নয়াদিল্লি জেলা (New Delhi District) কন্ট্রোল জোন- ওয়ান (Controlled Zone-I) হিসেবে নিয়ন্ত্রিত হবে। মহাত্মা গান্ধী মার্গ বা রিং রোডের অন্তর্গত সমস্ত এলাকা নিয়ন্ত্রিত হবে রেগুলেটেড জোন (Regulated Zone) হিসেবে।
এদিকে বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনায়কদের স্বাগত জানাতে সেজে উঠেছে জি ২০ সামিটের অনুষ্ঠানস্থল ভারত মণ্ডপমও (Bharat Mandapam)। একদম সামনে বসানো হয়েছে ২৮ ফুটের নটরাজ মূর্তি (Nataraja Statue)। আরও পড়ুন: Stone pelted In BJP Rally: চিতা প্রকল্পের জেরে বিজেপির নির্বাচনী মিছিলে পাথর হামলা! ঘটনাস্থলের ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)