Dry Days in Delhi: ভোটের মুখে সুরাপ্রেমীদের দুশ্চিন্তা শুরু, জানুন কবে কবে বন্ধ থাকবে মদের দোকান
প্রতি তিন মাস অন্তর দিল্লি সরকার ড্রাই-ডের একটি তালিকা প্রকাশ করে থাকে। এদিনের বিবৃতিতে এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসের ড্রাই ডে-র তালিকা প্রকাশ করা হয়েছে।
নয়া দিল্লি, ৭ এপ্রিলঃ লোকসভা ভোটের আর দু সপ্তাহও বাকি নেই। সাত দফায় দেশে ভোট হতে চলেছে। শুরু হবে ১৯ এপ্রিল। ভোট গণনা, ৪ জুন। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ভোটের পাশাপাশি কয়েকটি ধর্মীয় উৎসবকে মাথায় রেখে জাতীয় রাজধানীতে ড্রাই ডে ঘোষণা করেছে দিল্লি সরকার (Dry Days in Delhi)। ৬ এপ্রিল বিবৃতি প্রকাশ করে দিল্লিতে ড্রাই-ডের একটি তালিকা প্রকাশ করেছ প্রশাসন। প্রতি তিন মাস অন্তর দিল্লি সরকার ড্রাই-ডের একটি তালিকা প্রকাশ করে থাকে। এদিনের বিবৃতিতে এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসের ড্রাই ডে-র তালিকা প্রকাশ করা হয়েছে।
১১ এপ্রিল - বৃহস্পতিবার - ঈদ
১৭ এপ্রিল - বুধবার - রাম নবমী
২১ এপ্রিল - রবিবার - মহাবীর জয়ন্তী
২৩ মে - বৃহস্পতিবার - বুদ্ধপূর্ণিমা
১৭ জুন - সোমবার - ঈদ উদ জোহা
দেখুন...
এছাড়া লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে দিল্লিতে ২৩ মে সন্ধ্যা ৬টা থেকে ২৫ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। শুধু রাজধানীই নয় দিল্লির সঙ্গে উত্তরপ্রদেশের কিছু অংশেও দিল্লি সরকারের আবগারি দফতরের তরফে নির্দেশ জারি করে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, আগামী ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে।