Arvind Kejriwal: বেল্ট নয় তবে CBI হেফাজতে গীতা পাবেন কেজরিওয়াল, খেতে পারবেন বাড়ির খাবার

আদালতে কেজরিওয়াল জানান, প্রত্যেক রাতে তিনি গীতা পড়েন। ঘুমনোর এক ঘণ্টা আগে গীতা পড়ে তবে বিছানায় যান বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী।

Arvind Kejriwal (Photo Credit: Twitter)

দিল্লি, ২৭ জুন: আবগারী দুর্নীতি মামলায় (Delhi Excise Policy Case) আপাতত ৩ দিনের সিবিআই হেফাজতে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) । আবগারী দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী যখন সিবিআই হেফাজতে রয়েছেন, সেই সময় তাঁর কাছে গীতা পৌঁছে দেওয়া যাবে। সেই সঙ্গে বাড়ির তৈরি খাবারও কেজরিওয়াল খেতে পারবেন বলে জানা যাচ্ছে। সেই সঙ্গে কেজরিওয়াল তাঁর দরকারি জিনিসপত্র, গীতার একটি কপিও সিবিআই হেফাজতে থাকার সময় পাবেন। পাশাপাশি বাড়ির লোকের সঙ্গে প্রতিদিন এক ঘণ্টা করে কেজরিওয়াল দেখা করতে পারবেন বলে জানানো হয়।

প্রসঙ্গত আদালতে কেজরিওয়াল জানান, প্রত্যেক রাতে তিনি গীতা পড়েন। ঘুমনোর এক ঘণ্টা আগে গীতা পড়ে তবে বিছানায় যান বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী, এবার সিবিআই হেফাজতে থাকাকালীন কেজরির হাতে গীতা দেওয়া যাবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: Arvind Kejriwal: আবগারী দুর্নীতি মামলায় ৩ দিনের সিবিআই হেফাজত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের

প্রসঙ্গত তিহাড় জেলে যাওয়ার আগে তাঁকে একটি বেল্ট দেওয়া হোক বলে আবেদন করেন কেজরিওয়াল। প্যান্ট পরার জন্য বেল্ট তাঁর কাছে প্রয়োজনীয় জিনিস ফলে আদালতের কাছে সেই আবেদন জানান কেজরিওয়াল। তবে বিচারক দিল্লির মুখ্যমন্ত্রীর সেই দাবিকে আমল দেননি এবং গ্রাহ্যও করেননি বলে জানা যায়।



@endif