Arvind Kejriwal: CBI-এর গ্রেফতারির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অরবিন্দ কেজরিওয়াল
দিল্লি, ১ জুলাই: আবগারী দুর্নীতি মামলায় ইডির পর সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) । দিল্লির মুখ্যমন্ত্রীর সিবিআইয়ের হাতে গ্রেফতারির পর এবার ফের দিল্লি হাইকোর্টে আবেদন করলেন অরবিন্দ কেজরিওয়াল। প্রসঙ্গত আবগারী দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে তোলা হলে, সেই চত্ত্বর থেকেই সিবিআই তাঁকে গ্রেফতার করে। এরপর ৩ দিনের সিবিআই হেফাজতে রাখা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। সিবিআই হেফাজতে থাকাকালীন কেজরিওয়াল পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এবং বাড়ির খাবার খেতে পারবেন বলে জানানো হয়। ফলে সিবিআই হেফাজতে থাকার সময় কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল।
দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারি প্রসঙ্গে তোপ দাগতে দেখা যায় সুনীতা কেজরিওয়াল। 'স্বৈরতন্ত্র শেষ হোক' বলে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুনীতা কেজরিওয়াল।