Delhi: মাঝ আকাশে অসুস্থ যাত্রীর চিকিৎসায় কেন্দ্রীয় মন্ত্রী, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

কেন্দ্রীয় মন্ত্রীর পরামর্শ অনুযায়ী, মাঝ আকাশে ওই ব্যক্তিকে গ্লুকোজ খাওয়ানো হয়। এরপরই তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠতে শুরু করেন। মাঝ আকাশে যাত্রীর অসুস্থতায় কেন্দ্রীয় মন্ত্রী যেভাবে এগিয়ে আসেন এবং তাঁর চিকিৎসা করেন, তাতে তাঁর প্রতি ধন্যবাদ প্রকাশ করা হয় সংস্থার তরফে।

Union Minister Turned Doctor In Mid Air (Photo Credit: Twitter)

দিল্লি, ১৭ নভেম্বর: দিল্লি (Delhi) থেকে মুম্বইগামী (Mumbai) ইন্ডিগোর বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়া যাত্রীর চিকিৎসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর ভগবত কারাড। কেন্দ্রীয় মন্ত্রীর পরামর্শ অনুযায়ী, মাঝ আকাশে ওই ব্যক্তিকে গ্লুকোজ খাওয়ানো হয়। এরপরই তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠতে শুরু করেন। মাঝ আকাশে যাত্রীর অসুস্থতায় কেন্দ্রীয় মন্ত্রী যেভাবে এগিয়ে আসেন এবং তাঁর চিকিৎসা করেন, তাতে তাঁর প্রতি ধন্যবাদ প্রকাশ করা হয় সংস্থার তরফে। কেন্দ্রীয় মন্ত্রী ভগবত কারাডের প্রশংসায় এরপর ট্যুইট করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। একজন চিকিৎসক সব সময় মনের কথা শোনেন। অসুস্থের সেবায় এগিয়ে আসেন। কারাডের কাজের প্রশংসা করে তাঁকে বাহবা দেন প্রধানমন্ত্রী।

দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

 

ইন্ডিগোর দিল্লি থেকে মুম্বইগামী বিমানে এক যাত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। বিমানের মধ্যে বসে ঘামতে শুরু করেন তিনি। এরপর সহযাত্রীর চিকিৎসায় এগিয়ে আসেন কেন্দ্রীয় মন্ত্রী (Union Minister) ভগবত কারাড।

 

সংশ্লিষ্ট বিমান সংস্থার তরফে যে ট্যুইট করা হয়, সেখানে দেখা যায়, মাঝ আকাশে এক যাত্রী অসুস্থ হয়ে তাঁর নিজের জায়গায় কাত হয়ে পড়েন। কেন্দ্রীয় মন্ত্রী ভগবত কারাড সঙ্গে সঙ্গে তাঁর কাছে গিয়ে শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখেন। এরপর প্রয়োজন অনুযায়ী ওই যাত্রীকে গ্লুকোজ খাওয়ানোর পরামর্শ দেন ভগবত কারাড। এরপর ক্রমশ সুস্থ হয়ে ওঠেন ওই যাত্রী। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভগবত কারাডের কাজে এরপর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



@endif