IPL Auction 2025 Live

Delhi : প্রধানমন্ত্রীত্বের দৌড়ে নেই অরবিন্দ কেজরিওয়াল, বিবৃতি দিয়ে জানালেন অতিসি

আপের মুখ্য বক্তার বক্তব্য একান্তই নিজস্ব। এর বক্তব্যের সঙ্গে দলের সম্পর্ক নেই বলে জানান অতিসি

Photo Credits: ANI

প্রধানমন্ত্রীত্বের দৌড়ে রয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আপের মুখ্য বক্তা প্রিয়াঙ্কা কক্করের এই বিবৃতির পর বিতর্ক অনেকটাই বেড়ে গিয়েছিল। কেননা ইন্ডিয়া জোটের তরফে আগামী লোকসভা নির্বাচনের জন্য এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীত্বের মুখ ঘোষণা করা হয়নি। তাই এর মধ্যেই অরবিন্দ কেজরিয়ালের নাম ঘোষণা করার ফলে বিতর্ক বেড়েছিল।

এবার সেই বিতর্কে জল ঢাললেন আপ নেত্রী অতিসি। একটি সাংবাদিক সম্মেলনে তিনি জানান, "  এটি অবশ্যই মুখ্য বক্তার একান্তই নিজস্ব মত, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল কোনভাবেই প্রধানমন্ত্রীত্বের দৌড়ে নেই। আপ ইন্ডিয়া মহাজোটের সদস্য। কেননা ভারতবর্ষকে আজকে বাঁচাতে হবে। এই দেশ, এর সংবিধান এবং গনতন্ত্রকে রক্ষা করতে হবে,। আমি আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী পদের পদপ্রার্থী নয়"।

প্রধানমন্ত্রীর মুখ কে হবেন এটি ইন্ডিয়া মহাজোটের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কংগ্রেসের তরফেও প্রধানমন্ত্রীর পদ প্রার্থী নিয়ে বিশেষ কিছু বলা হয়নি। এর মধ্যেই আপের মুখ্য বক্তার এই বক্তব্য নিঃসন্দেহে বিতর্ক যে সৃষ্টি করবে সে বিষয়ে কোন সন্দেহ নেই।